latest tech newslatest technology newsOppoTabTablettech news todaytech worldTechnology Newstrending tech news

Oppo Pad Air 2 ট্যাব বাজারে আসতে চলেছে সেরা ফিচারের সাথে অত্যাধুনিক ডিসপ্লে সহ

চিনা বাজারে ২৩শে নভেম্বর লঞ্চ হবে Oppo Pad Air 2 ট্যাব।

Oppo Pad Air 2

আগামী ২৩শে নভেম্বর ২০২৩ চীনের বাজারে Oppo Pad Air 2 নামে একটি নতুন ট্যাবলেট লঞ্চ হবে। আবার একই দিনে Oppo কোম্পানি সেই দেশে Oppo Reno 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই Oppo Reno 11 এবং Oppo Pad Air 2 ট্যাবলেটের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে যে ট্যাবলেটটি OnePlus Pad Go-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। এখন কোম্পানির পক্ষ থেকে Oppo Pad Air 2-এর ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ

Oppo Pad Air 2 ট্যাব ফিচার

Oppo জানিয়েছে যে এই Pad Air 2 ট্যাবলেটটিতে 2.4K রেজোলিউশন সহ একটি LCD ডিসপ্লে থাকবে। কোম্পানির দাবি যে ডিসপ্লে প্যানেলটি 2K রেজোলিউশন সহ অন্যান্য ডিভাইসের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। কোম্পানি দাবি করেছে যে ট্যাবলেটটি ক্ষতিকারক আলোর ৬০ শতাংশ ফিল্টার করতে পারে, যা ব্যবহারকারীদের চোখ সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

জনপ্রিয় টিপস্টার ইভান ব্লেসার দ্বারা শেয়ার করা প্রেস রেন্ডারটি ট্যাবলেটের পিছনের প্যানেল OnePlus প্যাডের মতো একই ডিজাইনের হবে। একমাত্র দৃশ্যমান পরিবর্তন হল ওয়ানপ্লাস নামের পরিবর্তে ওপ্পো ব্র্যান্ডিং থাকবে। পারফরমান্সের জন্য এই নতুন ট্যাবলেটে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ৮জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে।

Pad Air 2 ডিভাইসে ১১.৬৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ট্যাবলেটের সামনে এবং পিছনের প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে থাকতে পারে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় ৮০০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ