এতে 3GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। এছাড়া এর মধ্যে পেয়ে যাবেন 10.36-ইঞ্চি এলসিডি ডিসপ্লে, 7100mAh এর ব্যাটারি, Android 12 অপারেটিং সিস্টেম, এবং স্ন্যাপড্রাগন 680 প্রসেসর।
Oppo Pad Air ট্যাবলেট এর দাম শুরু 16,999 টাকা থেকে। এই দাম 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। আবার 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। এটিকে ধূসর কালারে আনা হয়েছে।
Oppo Pad Air ডিভাইসটিকে 23শে জুলাই ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এটিকে এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ডিসকাউন্ট দিয়ে কিনতে পারেন।
Oppo Pad Air ট্যাবলেট ফিচার
Oppo প্যাড এয়ার ট্যাবলেটটিতে আপনি পেয়ে যাবেন 10.36-ইঞ্চির 2K এলসিডি প্যানেল রয়েছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 83.5 শতাংশ স্ক্রিন-টু-বডি রেসিও, 360 নিট ব্রাইটনেশ এবং 225ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে। এর স্ক্রীন রেজুলসন 2000 পিক্সেল বাই 1200 পিক্সেল।
এটি 4GB RAM (LPDDR4x) এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ (UFS 2.2) দেওয়া হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এর মধ্যে আপনি পেয়ে যাবেন অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এবং Adreno 610 GPU ।
পাওয়ার ব্যাকআপের জন্য এই নতুন ট্যাবে 7100mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি Android 12 ভিত্তিক ColorOS অপারেটিং সিস্টেমে চলবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Wi-Fi, Bluetooth, GPS, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
Oppo Pad Air-এ f/2.0 অ্যাপারচার সহ 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা 30 fps এ 1080p ভিডিও রেকর্ড সাপোর্ট করবে। আবার এই ক্যামেরা পোর্ট্রেট, প্যানোরামা এবং টাইম ল্যাপস ফটোগ্রাফি অফার করবে।