5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsOppoOppo SmartphoneSmartphoneTech News Banglatech news todayTechnology Newstrending tech news

OPPO Reno 11 Pro শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে আসতে চলেছে

NBTC, BIS ও SIRIM সাইটে হল লিস্টেড হয়েছে OPPO Reno 11 Pro ফোনটি

OPPO Reno 11

Oppo গত নভেম্বর মাসে চীনে তাদের নতুন রেনো সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের OPPO Reno 11 ফোনগুলি সম্প্রতি TDRA, BIS, FCC এবং বেঞ্চমার্কে দেখা গেছে। এখন OPPO Reno 11 Pro ফোনটি NBTC, BIS, SIRIM এবং SDPPI সার্টিফিকেশন সাইটগুলিতেও দেখা গেছে। ফলে খুব শীঘ্রই ভারত সহ বিশ্বের বাজারে এই ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

OPPO Reno 11 Pro ফোনটি NBTC সার্টিফিকেশন সাইটে মডেল নাম্বার CPH2607 সহ দেখা গেছে। তালিকা অনুযায়ী, ফোনটি 5G নেটওয়ার্ক কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ হবে। এদিকে SIRIM, BIS এবং SDPPI তালিকায় শুধুমাত্র মডেল নম্বর শেয়ার করা হয়েছে। IMDA সার্টিফিকেশন অনুযায়ী এই ফোনে NFC ফিচার দেখা যাবে। এই সমস্ত প্ল্যাটফর্ম-এ লিস্ট দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই ফোনটি ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে।

আরও পড়ুনঃ

চিনে OPPO Reno 11 Pro ফোনের ফিচার

এই ফোনে ৬.৭৪ ইঞ্চির কার্ভড OLED FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ স্যাম্পলিং রেট এবং ১৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রীন রেজুলসন ২৭৭২ পিক্সেল বাই ১২৪০ পিক্সেল। চীনা বাজারে এই ফোনটি 12GB RAM ও 256GB এবং 12GB RAM ও 512GB স্টোরেজ সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেল 2 অক্টা-কোর প্রসেসর। গ্রাফিক্সের জন্য রয়েছে Adreno GPU। Reno 11 Pro ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম-এ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪৭০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে F/1.8 অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং 2x হাইব্রিড জুম এবং 20x ডিজিটাল জুম সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এটিতে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ