48MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ নিয়ে লঞ্চ হল Oppo Reno 5 Lite স্মার্টফোন
গতকাল স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওপ্পো নিয়ে এসেছে Oppo Reno 5 Lite স্মার্টফোন। ফোনটিকে ইউক্রেনের বাজারে নিয়ে আশা হয়েছে।
যদিও ফোনটি কোনো নতুন ফোন নয়, আসলে এই ফোনের ফিচারের সাথে অনেকটা Oppo F19 Pro ফোনের মিল রয়েছে। Reno 5 Lite ফোনে রয়েছে 4,310mAh-এর ব্যাটারি, মিডিয়াটেক হেলিও P95 প্রসেসর, এবং 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুনঃ দুর্দান্ত ফিচার যুক্ত IQOO 3 ফোনটির দাম অনেকটা সস্তা হয়ে গেছে, দেখে নিন নতুন দাম
Oppo Reno 5 Lite ফোন ফিচার
Oppo-এর এই ফোনে রয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ এবং এর স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ এবং পিক্সেল ডেন্সিটি 409ppi।
ফটোগ্রাফির জন্য এই ফোনটির পিছনে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হল 48 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে 08 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 02 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, এবং আরও একটি 02 মেগাপিক্সেলের মনো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ 108MP ক্যামেরাযুক্ত Redmi Note 10 Pro Max ফোনের আজ প্রথম সেল, রয়েছে 1,500 টাকার ডিস্কাউন্ট
কানেক্টিভিটির জন্য এতে পেয়ে যাবেন 4G LTE নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth 5.1 ভার্সন, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 5 Lite ফোনে দেওয়া হয়েছে 4,310mAh-এর ব্যাটারি। যা 30W ফাস্ট চারজিং সাপোর্ট করবে এবং চারজিং এর জন্য এতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio P95 প্রসেসর এবং ফোনটি Android 11 বেসড কালারওএস 11 কাস্টম স্কিন অপারেটিং সিস্টেমে চলবে।
ওপ্পো রেনো ৫ লাইট ফোনের দাম
Oppo এই ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে ফোনটিকে 08GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এদিকে ফোনটিকে দুটি কালারে লঞ্চ করা হয়েছে, যেগুলি ব্ল্যাক ও ভায়োলেট। তবে আশা করা হচ্ছে যে ফোনটির দাম ২৪ থেকে ২৫ হাজার টাকার মধ্যে থাকবে।
আরও পড়ুনঃ Micromax In 1 ফোনটিকে আজ লঞ্চ করা হয়েছে, দাম ১০ হাজার টাকার কম