লঞ্চ হল 50 মেগাপিক্সেল যুক্ত Oppo Reno 5 Pro+ 5G স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
অফিসিয়ালি ভাবে বৃহস্পতিবার লঞ্চ হল Oppo Reno 5Pro+ 5G স্মার্টফোন। এই সিরিজের Reno 5 5G এবং Reno Pro 5G কিছু দিন আগেই লঞ্চ হয়েছিল। এবার এই সিরিজের তৃতীয় ফোনটি Oppo Reno 5Pro+ 5G ফোনটি লঞ্চ।
আপাতত ফোনটিকে চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম শুরু CNY 3,999 (যা ভারতীয় মুদ্রায় প্রায় 45,000 টাকার মত)। আবার ফোনটির 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্ট এর দাম CNY 4,499 (ভারতীয় মুদ্রায় প্রায় 50,600 টাকার কাছাকাছি)।
আরও পড়ুনঃ নোকিয়া নিয়ে এসেছে সস্তা স্মার্টফোন নোকিয়া ২.৪, দাম মাত্র ১০,৩৯৯ টাকা।
তবে ভারতের বাজারে এই Reno 5 Pro+ 5G ফোনটি কবে লঞ্চ করা হবে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে Reno 5 Pro 5G ফোনটিকে খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করে হবে বলে জানা গিয়েছে।
Oppo Reno 5Pro+ 5G ফোন ফিচার
এই Oppo Reno 5Pro+ 5G ফোনে 6.55 ইঞ্চির এইচডি+ AMOLED পাঞ্চহোল ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট 90Hz। ফোনটির স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল।
ফোনটির মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 865 Octa-Core প্রসেসর। ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর একটিতে থাকছে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। অপর ভেরিয়েন্টটি এসেছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এর সাথে।
এই Oppo Reno ফোনে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। Oppo Reno 5 Pro+ 5G-র প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর থাকছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও কলিং এবং সেলফির জন্য ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
পাওয়ারের জন্য Oppo Reno 5 Pro Plus 5G ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির মধ্যে Android 11 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এতে 5G, 4G, 3G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এর স্ক্রীন এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ডিসপ্লে | 6.55 ইঞ্চির এইচডি+ AMOLED পাঞ্চহোল |
ক্যামেরা | 50+16+13+02 এমপি রিয়্যার এবং 32 এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 4500mAh |
র্যাম | 08 GB বা 12 GB |
ইন্টারনাল স্টোরেজ | 128GB বা 256GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | Qualcomm Snapdragon 865 অক্টাকোর প্রসেসর ও Android 11 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | ওন স্ক্রীন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 5G, 4G, 3G, 2G |
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।