5G5G SmartphoneInfinixlatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZoneSmartphonetech news todaytech worldtrending tech news

Infinix Hot 20 5G ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ, দেখুন কোথায় পাবেন

Flipkart Electronics Days- আপনি যদি সস্তায় নতুন 5G স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারতের বাজারে 4GB RAM এবং 64GB  স্টোরেজ যুক্ত Infinix Hot 20 5G ফোনটির দাম 17,999 টাকা। তবে Flipkart Electronics Days সেলে 36% ছাড় দেওয়ার পর এই ফোনটিকে আপনি কিনতে পারবেন মাত্র 11499 টাকায়।

Infinix Hot 20 5G

Flipkart Electronics Days- আপনি যদি সস্তায় নতুন 5G স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভারতের বাজারে 4GB RAM এবং 64GB  স্টোরেজ যুক্ত Infinix Hot 20 5G ফোনটির দাম 17,999 টাকা। তবে Flipkart Electronics Days সেলে 36% ছাড় দেওয়ার পর এই ফোনটিকে আপনি কিনতে পারবেন মাত্র 11499 টাকায়।

আপনি যদি সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন কিনতে চান আপনাকে খরচ করতে হবে প্রায় 10000 টাকার মত। এই দামে আপনি Infinix-এর একটি 5G ফোন কিনতে পারবেন।

Infinix Hot 20 5G ফোন অফার

জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ইলেকট্রনিক ডিভাইসের উপর সেল চলছে। আর এই সেলে Infinix Hot 20 5G ফোনটিকে বিশেষ ছাড় সহ খুবই সস্তায় ক্রয় করা যাচ্ছে। আবার কয়েকটি ব্যাংকের কার্ডের মাধ্যমে ক্রয় করলে পাওয়া যাবে আরও কিছু ছাড়।
 
ভারতের বাজারে 4GB RAM এবং 64GB  স্টোরেজ যুক্ত Infinix Hot 20 5G ফোনটির দাম 17,999 টাকা। তবে Flipkart Electronics Days সেলে 36% শতাংশ ছাড় দেওয়ার পর এই ফোনটির দাম হয়েছে 11499 টাকা। আবার যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা হয় তাহলে আরও অতিরিক্ত 500 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার্ড এর মাধ্যমে ক্রয় করা হয় তাহলে 5% ক্যাশব্যাক পয়া যাবে। আবার যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করা হয় তাহলে সর্বোচ্চ 10300 টাকা ছাড় পাওয়া যেতে পারে।

Infinix Hot 20 5G ফোন ফিচার

এই স্মার্টফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে, যার 120 হার্টজ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 500 নিটস। এই ডিসপ্লের সুরক্ষার জন্য পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর ও 4GB RAM । তাছাড়া 3GB ভার্চুয়াল RAM সাপোর্ট করবে এই ফোনে। ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
 
ফোনটিকে ব্লাস্টার গ্রিন, রেসিং ব্ল্যাক এবং স্পেস ব্লু এই তিনটি কালারে ক্রয় করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং দ্বিতীয় এআই লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য এতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল এআই ক্যামেরা।
 
সিকিউরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ফোনটিতে 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
 

Related Articles

Back to top button