Site icon Technology News

বাম্পার ডিল- ৮জিবি ও ১২৮জিবি ভেরিয়েন্টের Motorola E13 ফোনটিকে ৮ হাজার টাকার কমে কেনার সুযোগ

Phone Offer- Motorola E13

আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার কম দামে তাহলে আপনি Motorola E13 ফোনটিকে কিনতে পারেন। এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ৩১% ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি, ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং Unisoc T606 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত দামে কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Motorola E13 ফোনটিকে এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে মাত্র ৭,৪৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও এর ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে, যার দাম পড়বে ৬,৪৯৯ টাকা। আবার ফোনটির ২জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫,৯৯৯ টাকা। ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার এবং ইএমআই এর সুবিধা রয়েছে। ফোনটিকে চারটি কালারে কেনা যাবে।

আরও পড়ুনঃ

Motorola E13 ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version