Bangla Tech NewsFlipkartlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZoneSamsungSamsung GalaxySmartphoneSmartphone Offertech news todaytech worldTechnology Newstrending tech news

Samsung Galaxy F04 ফোনটিকে পাওয়া যাচ্ছে আসল দামের থেকে প্রায় অর্ধেক দামে

Samsung Galaxy F04 ফোন অফার- কিনুন মাত্র 5,999 টাকা দিয়ে।

Opportunity to buy Samsung Galaxy F04 phone at low price
Opportunity to buy Samsung Galaxy F04 phone at low price

Opportunity to buy Samsung Galaxy F04 phone at low price– আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার 6 হাজার টাকার মধ্যে তাহলে আপনার জন্য Samsung Galaxy F04 বেস্ট হতে পারে। এই ফোনটিকে এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh-এর ব্যাটারি এবং MediaTek Helio P35 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত দামে এবং কোথা থেকে কেনা যাবে।

Samsung Galaxy F04 ফোনটির উপরে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত অফার। ফোনটিকে আপনি 11,499 টাকার পরিবর্তে মাত্র 5,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ আপনি ফোনটির উপরে পেয়ে যাচ্ছেন 47% ছাড়। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার। যার জন্য ফোনটির দাম আরও কিছুটা কমে যাবে। আবার আপনি ফোনটিকে এক্সচেঞ্জ অফারে বা ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটি Jude Purple এবং Opal Green কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Samsung Galaxy F04 ফোন ফিচার

  • এই ফোনটির মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি এলসিডি ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল।
  • স্টোরেজ এর জন্য এতে রয়েছে 4GB RAM ও 64GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে Dual Neno Sim বেবহার করা যাবে।
  • পারফমান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio P35 প্রসেসর। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।
  • ফটোগ্রাফির জন্য এতে আপনি পেয়ে যাবেন 13+2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 4G নেটওয়ার্ক সাপোর্ট। এছাড়া পেয়ে যাবেন Bluetooth, Wi-Fi, GPS, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন 188 গ্রাম।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5000mAh এর ব্যাটারি। যা ফাস্ট চারজিং ফিচার সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button