PAN Card– প্যান কার্ড ধারকদের জন্য সরকারের পক্ষ হইতে জরুরি নির্দেশ

PAN Card- বর্তমান সময়ে প্যান কার্ড (Pan Card) ভারতের সকল নাগরিকের জন্য একটি প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। আধার কার্ডের পরে প্যান কার্ড ভারতের নাগরিকের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ সরকারি নথি।

Pan Aadhaar Link

PAN Card- বর্তমান সময়ে প্যান কার্ড (Pan Card) ভারতের সকল নাগরিকের জন্য একটি প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। আধার কার্ডের পরে প্যান কার্ড ভারতের নাগরিকের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ সরকারি নথি। সরকারী থেকে বেসরকারী সকল ক্ষেত্রেই এই প্যান কার্ড প্রয়োজন। বিশেষ করে ব্যাঙ্কিং কাজকর্মের জন্য।

 

একটি পরিসংখ্যান অনুসারে জানা গেছে যে, ভারতের প্রায় 100 কোটি মানুষের কাছের প্যান কার্ড রয়েছে এবং এই সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এই কার্ড আয়কর দাখিল করার সময় এই খুবই গুরুত্বপূর্ণ। এই প্যান কার্ড ছাড়া, আমরা কোন ধরনের আইনি কাজ করতে পারবো না।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

PAN Card Rules

আজকের এই প্রতিবেদনে আমরা প্যান কার্ড সংক্রান্ত কেন্দ্রীয় সরকার (ভারত সরকার) প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সম্পর্কে জানতে পারবো। যারা এই নিয়ম মানবেন না তাদের কয়েক হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত নাগরিককে প্যান কার্ড বানিয়ে নিতে বলেছে। কিন্তু যদি কোনো নাগরিকের এক বা একাধিক প্যান কার্ড থাকে (প্যান নাম্বার আলাদা আলাদা), তাহলে সে ক্ষেত্রে তা অপরাধ বলে গণ্য হইবে।

অনেক সময় দেখা যায় যে প্রথমবার প্যান কার্ড আবেদন করার পরেও প্যান কার্ড বাড়িতে আসে নাই, সেই কারণে অনেকেই দ্বিতীয়বার প্যান কার্ডের জন্য আবেদন করেছেন। ফলে প্যান কার্ড দুবার ইস্যু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার নামে দুটি প্যান কার্ড থাকা বেআইনি। এই কারণেই, কেন্দ্রিয় সরকার থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞরা, সেই সমস্ত নাগরিক যাদের দুটি প্যান কার্ড রয়েছে, তাদের একটি কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছে।

অনেক ক্ষেত্রে, অনেক অসাধু ব্যক্তি সরকারের কাছ থেকে তাদের আয় লুকানোর জন্য একাধিক প্যান কার্ড বানিয়ে থাকেন। তাই কেন্দ্রীয় সরকার এই ধরনের প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক করেছে এবং 272B আয়কর বিধি (Income Tax Rules) এর অধীনে ঘোষণা করেছে যে প্রত্যেককে শাস্তি দেওয়া হবে এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। তাই দেশের সমস্ত প্যান কার্ডধারী নাগরিকদের জন্য এই আদেশ জারি করা হয়েছে কেন্দ্রিয় সরকার। ভুলবশত যদি কোনো ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকে (প্যান নাম্বার আলাদা আলাদা), তাহলে তাড়াতাড়ি একটি কার্ড বাতিল বা সেরেন্ডার করে দিন। অন্যথায় আপনাকে পূর্বে উল্লেখিত নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হবে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version