Pan Card Rules: প্যান কার্ডের গুরুত্বপূর্ণ নিয়ম, না মানলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে
Pan Card Rules- আয়কর বিভাগ প্যান কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। কোনও ব্যক্তি বা সংস্থার একাধিক প্যান কার্ড থাকলে তা অবিলম্বে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কিন্তু একবার আপনার প্যান কার্ড জমা দিলে আর ভয় থাকে না। নাগরিকরা এটি দুটি উপায়ে জমা করতে পারবে- অনলাইন এবং অফলাইন।
আর্থিক লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হল প্যান কার্ড। এটা ছাড়া ব্যাংকিং সেবা পাওয়া সম্ভব নয়। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ঋণের আবেদন – সব ক্ষেত্রেই প্যান কার্ড বাধ্যতামূলক৷ এছাড়া এর মাধ্যমে আয়কর রিটার্ন দিতে হয়। এই প্যান কার্ডের ব্যাপারে আয়কর বিভাগের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম-কানুন রয়েছে।
আরও পড়ুনঃ
Tecno Spark Go 2024 স্মার্টফোন সস্তায় বাজারে লঞ্চ হয়েছে ডুয়েল ক্যামেরা সহ
Poco C50 ফোনটিকে ৪২% ছাড়ে অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে
প্যান কার্ডের নিয়ম (Pan Card Rules)
সমস্ত প্যান কার্ডের একটি অনন্য নম্বর থাকে। একে প্যান বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বলা হয়। যে কোনও ব্যক্তি বা সংস্থা প্যান কার্ড পাওয়ার যোগ্য। এটা হস্তান্তরযোগ্য নয়। কারও একাধিক প্যান কার্ড থাকা সম্পূর্ণ বেআইনি। এ অবস্থায় কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে আয়কর বিভাগ।
যদি কোনও ব্যক্তি বা সংস্থার একাধিক প্যান কার্ড থাকে, তবে 1961-র আয়কর আইনের 272B ধারায় মামলা দায়ের করতে পারে আয়কর দফতর। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
যদি একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকে তবে একটি জমা করে দিতে হবে। কার্ড জমার ক্ষেত্রে আয়কর বিভাগ কোনো ব্যবস্থা নেবে না। আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে তবে এটি অনলাইন এবং অফলাইন উভয়ই পদ্ধতিতে জমা দেওয়া যেতে পারে।
অনলাইনের ক্ষেত্রে, আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে হবে। সেটি হল https://www.tin-nsdl.com/faqs/pan/faq-pan-cancellation.html এর পরে আপনাকে প্যান পরিবর্তন ফর্মটি পূরণ করতে হবে। আপনি বর্তমানে যে PAN নম্বরটি ব্যবহার করছেন সেটি ফর্মের উপরে লিখতে হবে। সেই আবেদনের সাথে ফর্ম 11 এবং প্যান কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে।
অফলাইনে প্যান কার্ড জমা দিতে, আপনাকে ফর্ম 49A পূরণ করতে হবে। আপনাকে সেখানে PAN সমর্পণ বা PAN জমা দেওয়ার বিবৃতি লিখতে হবে। সেই ফর্মটি UTI বা NSDL কেন্দ্রে জমা করতে হবে।
এছাড়াও আপনি আয়কর দফতরের অ্যাসেসিং অফিসারের কাছে দরখাস্ত পাঠিয়ে প্যান কার্ড জমা করতে পারেন। দরখাস্ততে ব্যক্তিগত ও প্যান কার্ডের যাবতীয় তথ্য দিতে হবে। আপনার এলাকার আয়কর অ্যাসেসিং অফিসার সংক্রান্ত সমস্ত তথ্য পেতে লগ ইন করতে হবে www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে। এখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
প্রতি মাসে ইএমআই মাত্র ১২৫ টাকা দিয়ে কেনা যাবে Jio 4G Phone
Poco X6 Neo ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে