Gadgetslatest techlatest tech newslatest technology newsPebbleSmartwatchtechtech news todaytech worldTechnology Newstrending tech newsWatch

Pebble Cruise ও Pebble Wave স্মার্টওয়াচ ভারতের বাজারে 2499 টাকায় লঞ্চ হল

পেবলের দুটি নতুন স্মার্টওয়াচ Pebble Cruise ও Pebble Wave ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এই ঘড়ি দুটিতে বর্গাকার ডায়াল সহ HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার ব্লুটুথ কলিং সহ এই দুটি ঘড়ি একাধিক স্বাস্থ্য সম্পর্কিত ফিচার এবং স্পোর্টস মোড সহ এসেছে।

Pebble Cruise and Pebble Wave Smartwatch

আরও পড়ুনঃ জেনেনিন কিভাবে বাড়িতে বসে অনলাইনে Ration Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করবেন।

এতে IP67 রেটিং দেওয়া হয়েছে, যা ঘড়িগুলোকে পানি থেকে রক্ষা করবে। Pebble Cruise ও Pebble Wave স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Pebble Cruise ও Pebble Wave স্মার্টওয়াচ ফিচার

নতুন এই স্মার্টওয়াচগুলিতে 320 পিক্সেল বাই 386 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সহ 1.96-ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে 100 টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে। এতে আপনি পেয়ে যাবেন ইন্টারচেঞ্জেবল সিলিকনের স্ট্র্যাপ।

কোম্পানির মতে, এই ঘড়ির দুটির ব্যাটারি একক চার্জে সাত দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। এছাড়া ঘড়িগুলোকে পানি থেকে সুরক্ষিত রাখতে এতে IP67 রেটিং দেওয়া হয়েছে।

এই স্মার্টওয়াচে 125টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করবে। এতে হেল্‌থ ফিচার হিসেবে রয়েছে স্লিপ প্যাটার্ন মনিটর, হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর ইত্যাদি। এই ঘড়ি দুটিতে ব্লুটুথ 5.0 ভার্সন সংযোগ রয়েছে এবং এর মাধ্যমে ব্যবহারকারী সরাসরি ঘড়ি থেকে ফোন কল করতে পারবেন।

Pebble Cruise ও Pebble Wave স্মার্টওয়াচ দাম

ভারতের বাজারে Pebble Cruise ও Pebble Wave স্মার্টওয়াচের দাম 2,499 টাকা। ঘড়িগুলিকে ওশান ব্লু, লিলাক এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা Pebble Cruise স্মার্টওয়াচকে অনলাইনে এবং Pebble Wave স্মার্টওয়াচকে অফলাইনে ক্রয় করতে পারেন।

আরও পড়ুনঃ প্যান নম্বরের সাথে আধার লিঙ্ক (Aadhaar Pan Link) আছে কিনা কীভাবে জানবেন, দেখে নিন উপায়

Related Articles

Back to top button