Phone memory full- ফোনের মেমরি ফুল হয়ে গিয়েছে? এই সহজ উপায়ে করুন স্মারফোনের মেমরি খালি

Phone memory full- স্মার্টফোনে মেমরি বা স্টোরেজ কমে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই কীভাবে স্মার্টফোনের মেমরি ম্যানেজ করবেন, তা জেনে নিন।

Phone memory is full

Phone memory full- বহু স্মার্টফোন ব্যবহারকারীই “নট এনাফ মেমরি!”এই নোটিফিকেশনের শিকার হয়েছেন। মোবাইলের মেমরি বা স্টোরেজ কমে গেলে এই মেসেজ পেয়ে থাকেন প্রায় সবাই। তখন মনে কোন ছবি বা কোন ভিডিও ডিলিট করি। নতুন মেমরি কার্ড লাগাবো। তবে সহজ কিছু সহজ উপায় অবলম্বন করলে ফোন মেমরি অনেকটাই বাঁচানো সম্ভব। তাহলে জেনে নিন কীভাবে ফাঁকা করবেন মোবাইল ফোনের মেমরি।

আরও পড়ুনঃ

Phone memory full- ফোনের মেমরি ফুল হলে কি করবেন?

স্মার্টফোনের স্টোরেজ কমে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন- স্মার্টফোনের স্পিড কমে যাওয়া বা বারবার ফোন হ্যাং হওয়া। আবার গুরুত্বপূর্ণ কোনও কাজের সময়ে নোটিফিকেশন আসতে পারে “নট এনাফ মেমরি”। এদিকে অ্যাপ স্টোর থেকে নতুন কোনও অ্যাপ ইনসটল করতে গেলেও এই মেসেজ শো করে। ফলে অ্যাপ ইন্সটল হয় না।

ফোনের স্টোরেজ বাঁচানোর জন্য আপনি গুগল ড্রাইভ বা ক্লাউডের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। যেখানে আপনি ফোনের ছবি, ভিডিয়ো ইত্যাদি সেভ করে রাখতে পারবেন। এর ফলে আপনার স্মার্টফোনের উপর চাপ কম হবে এবং একইসঙ্গে আপনার পছন্দের মুহূর্তের ছবি-ভিডিয়োও সুরক্ষিত থাকবে। এই গুগল ড্রাইভে আপনি ফ্রীতে ১৫জিবি স্টোরেজ পেয়ে যাবেন।

আপনাদের জানিয়েদি যে হোয়াটস অ্য়াপের নিজস্ব স্টোরেজ ম্যানেজার রয়েছে। সেখানেও সেভ হয় আপনার হোয়াটসঅ্য়াপ থেকে পাঠানো বা হোয়াটস অ্যাপে আসা বিভিন্ন ছবি ও ভিডিয়ো। আন্দাজ করতেই পারছেন কী পরিমাণ মেমরি যাচ্ছে। আপনি যদি হোয়াটস অ্য়াপ স্টোরেজ বেবহার করতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্য়াপ সেটিংসে যান, সেখান থেকে ম্যানেজ স্টোরেজে গিয়ে ইচ্ছেমতোই ডিলিট করুন আপনার ফাইল।

নিয়মিত আপনার মোবাইলের অ্যাপ সেটিংসে গিয়ে Cache ফাইল ডিলিট করুন। কারণ বহু অ্যাপের ক্যাশেতেই অনেকটা মেমরি নিয়ে থাকে। এই Cache ফাইল ডিলিট করলে ফোনের কিছুটা হলেও মেমরি ফ্রি হয়।

আপনার ফোনে এমন বহু অ্যাপ আছে যেগুলি আপনি বেবহার করেন না। তাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে স্টোরে গেলেই দেখতে পাবেন, আপনার ফোনের অচল অ্যাপ কোনগুলি। এই অচল অ্যাপগুলি ব্যবহার তো হচ্ছেই না, উলটে ফুল হয়ে আছে আপনার ফোনের মেমরি। তাই যে সব আপনি কোনদিন বেবহার করেন না সেগুলিকে ডিলিট করেদিন। এতে আপনার ফোনের মেমরি বেড়ে যাবে।

ফোনের স্টোরেজ বা মেমরিতে চাপ কমাতে বাজারে রয়েছে একাধিক অ্যাপ। স্টোরেজ ম্যানেজার জাতীয় এই অ্যাপগুলির মাধ্যমে স্মার্টফোনের মেমরি নিয়ন্ত্রণ করা যায়। আপনি প্লে স্টোর থেকে এই সমস্ত অ্যাপ ডাউনলোড করে বেবহার করতে পারেন।

আরও পড়ুনঃ

Exit mobile version