আপনি নতুন ফোন কিনতে চান কিন্তু আপনার বাজেট কম, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। Infinix Hot 30i ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। এই ফোনটির উপরে পাওয়া জাচ্ছে ৩০ থেকে শতাংশ অফ। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। এছাড়া এতে অক্টাকর জি৩৭ প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত, কোথায় পাওয়া যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
Infinix Hot 30i ফোনটির আসল দাম ১১,৯৯৯ টাকা। কিন্তু আপনি এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে মাত্র ৭৩১৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এর মধ্যে রয়েছে ৮জিবি র্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এদিকে আপনি এর ৪জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টকে কিনতে পারবেন ৭৪৯৯ টাকা দিয়ে। এছাড়াও ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার সাথে ইএমআই এর সুবিধা পেয়ে যাবেন। আবার ফোনটিকে ক্রয় করার জন্য আপনি আপনার পুরনো ফোনটিকে এক্সচেঞ্জও করিয়ে নিতে পারবেন। ফোনটি Diamond White, Glacier Blue, Marigold, এবং Mirror Black কালারে উপলব্ধ রয়েছে।
Infinix Hot 30i ফোন ফিচার
ইনফিনিক্স হট ৩০আই ফোনে রয়েছে ১৬১২ পিক্সেল বাই ৭২০ পিক্সেল স্ক্রীন রেজুলসন সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে। যা ৯০ হার্টজ রিফ্রেস রেট সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য এতে অক্টাকর জি ৩৭ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল +আই যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। সিকুরিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০এমএএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি। যা ফাস্ট চারজিং ফিচার সাপোর্ট করবে। এছাড়া এতে পেয়ে যাবেন ডুয়েল সিম সাপোর্ট, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, Bluetooth, Wi-Fi, 3.5mm অডিও জ্যাক, এবং টাইপ সি চারজার। এতে Ambient Light Sensor, G-Sensor, Proximity Sensor, Gyroscope (By Software), E-Compass ইত্যাদি সেন্সর পেয়ে যাবেন। ফোনটির ওজন ১৯১ গ্রাম।
আরও পড়ুনঃ