AmazonBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMotoMotorolaOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Motorola G52 ফোনটিকে অ্যামাজন থেকে খুবই সস্তায় কেনার সুযোগ, দেখুন ফিচার

মোটোরোলা জি৫২ ফোনটিকে মাত্র ১১২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যার আসল দাম ২০ হাজার টাকার মত।

Motorola G52 Phone Offer

আপনি যদি নতুন ফোন কিনতে চান আবার আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি Motorola G52 ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটিকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে খুবই কম দামে ক্রয় করতে পারবেন। এই ফোনে রয়েছে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৫০০০এমএএইচ এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Motorola G52 ফোনটিকে আপনি অ্যামাজন থেকে মাত্র ১১২৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি Metallic White কালারে কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Motorola G52 ফোন ফিচার

  • মোটোরোলা জি৫২ ফোনের মধ্যে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ও ৫০০নিটস ব্রাইটনেস।
  • পারফরমান্সের জন্য এতে পেয়ে যাবেন Qualcomm Sanpdraon 680 প্রসেসর এবং Android 12 অপারেটিং সিস্টেম।
  • ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ৫০+৮+২ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে পেয়ে যাবেন ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • এতে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে ডুয়েল সিম এবং মাইক্রো এসডি কার্ড বেবহার করা যাবে।
  • কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, Bluetooth, Wi-Fi, GPS, এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
  • সিকুরিটির জন্য পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্নেসর। ফোনটি IP52 রেটিং সহ উপলব্ধ রয়েছে।
  • ফোনটির মধ্যে ৫০০০এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৩৩ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটির ওজন ১৬৯ গ্রাম।

Related Articles

Back to top button