আপনি যদি নতুন ফোন কিনতে চান আবার আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি Motorola G52 ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটিকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে খুবই কম দামে ক্রয় করতে পারবেন। এই ফোনে রয়েছে ৬জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৫০০০এমএএইচ এর ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Motorola G52 ফোনটিকে আপনি অ্যামাজন থেকে মাত্র ১১২৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি Metallic White কালারে কিনতে পারবেন।
আরও পড়ুনঃ
-
Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ
-
স্মার্টওয়াচ অফার- Wings Meta ওয়াচকে অর্ধেক এর থেকেও কমে কিনুন
Motorola G52 ফোন ফিচার
- মোটোরোলা জি৫২ ফোনের মধ্যে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ও ৫০০নিটস ব্রাইটনেস।
- পারফরমান্সের জন্য এতে পেয়ে যাবেন Qualcomm Sanpdraon 680 প্রসেসর এবং Android 12 অপারেটিং সিস্টেম।
- ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হয়েছে ৫০+৮+২ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে পেয়ে যাবেন ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
- এতে ৬জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে ডুয়েল সিম এবং মাইক্রো এসডি কার্ড বেবহার করা যাবে।
- কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, Bluetooth, Wi-Fi, GPS, এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
- সিকুরিটির জন্য পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট স্নেসর। ফোনটি IP52 রেটিং সহ উপলব্ধ রয়েছে।
- ফোনটির মধ্যে ৫০০০এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৩৩ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটির ওজন ১৬৯ গ্রাম।