৬ই অক্টোবর লঞ্চ হবে Poco C3 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
কোম্পানির পক্ষ থেকে Poco C3 ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। এই মাসের ৬ তারিখে দুপুর ১২টায় লঞ্চ হবে POCO C3 স্মার্টফোনটি। Flipkart ওয়েবসাইটে এই ফোনটির জন্য একটি ডেডিকেটেড পেজ বানানো হয়েছে। জানা গেছে জে POCO C3 স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটি মালয়েশিয়ায় লঞ্চ হওয়া Redmi 9C ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে লঞ্চ হবে।
Poco C3 ফোনটিকে ৬ই অক্টোবর দুপুর ১২টা থেকে ক্রয় করা যাবে। ফোনটি ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে বাজারে আসছে। এই ভেরিয়েন্টের দাম মোটামুটি ১১,০০০ টাকার মধ্যে থাকবে।
আরও পড়ুনঃ ৩৫১ টাকার নতুন ইন্টারনেট ডেটা প্ল্যান নিয়ে এসেছে Vodafone Idea (Vi).
Poco C3 ফোন ফিচার
পোকো সি৩ ফোনটির মধ্যে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া থাকবে। যার স্ক্রীন রেজুলসন ৭২০পিক্সেল বাই ১৬০০পিক্সেল। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে এবং মিডিয়াটেক হেলিও অক্টাকোর 2.3 GHZ প্রসেসর দেওয়া হয়েছে।
ফোনটির মধ্যে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ১৩+০৫+০২ মেগাপিক্সেলের মোট তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং করার জন্য ফোনটির সামনে ০৮মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যা দিয়ে ফোনটিকে লক করে রাখা যাবে।
ফোনটি ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ হবে। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।
Poco C3 ফোনটিতে ডুয়েল সিম, 4G নেটওয়ার্ক, ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য ফোনটিতে থাকছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ডিসপ্লে | ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে। |
ক্যামেরা | ১৩+০৫+০২ এমপি রিয়্যার এবং ০৮ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৫০০০এমএএইচ। |
র্যাম | ৪ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৬৪ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।