Bangla NewsIndialatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePocoSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Poco C51 ফোনটিকে কিনুন শুধুমাত্র 5999 টাকায়, সাথে পাওয়া যাবে এয়ারটেল প্রিপেইড কানেকশন ফ্রী

স্মার্টফোন কোম্পানি Poco এই বছরের এপ্রিল মাসে ভারতে তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন Poco C51 লঞ্চ করেছে। এই ফোনের জন্য, Poco কোম্পানি Airtel-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যাতে Poco C51 ফোন কেনার ক্ষেত্রে Airtel প্রিপেড কানেকশন বিনামূল্যে পাওয়া যাবে। আপনি যদি একটি নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনাকে Poco C51 ফোনটিকে কিনতে পারেন। এই ফোনটির উপরে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে।

Poco C51 Smartphone

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

আপনি এই অফারটি ই-কমার্স সাইট Flipkart-এ পাবেন। যেখানে আপনি 18 জুলাই থেকে Poco C51 ফোনটিকে কিনতে পারবেন মাত্র 5999 টাকায়। এছাড়াও, এই ফোনে আরও অনেক অফার পাওয়া যাবে।

এই Poco ফোনটিকে 8499 টাকায় লঞ্চ করা হয়েছিল, যা আপনি বর্তমানে মাত্র 5999 টাকায় কিনতে পারবেন। এর সাথে, আপনি Airtel প্রিপেড কানেকশন ফ্রী পেয়ে যাবেন। এই সিমে 50GB ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। আপনাদের জানিয়েদি যে আপনি এই অফারটি শুধুমাত্র ই-কমার্স সাইট Flipkart থেকে Poco C51 কিনলেই পাবেন।

Poco C51 ফোন ফিচার

Poco C51 ফোনে একটি 6.52-ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটিকে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ কিনতে পারবেন। আপনি মোবাইল ফোনের RAM 7GB পর্যন্ত বাড়াতে পারবেন। পারফরমেন্সের জন্য স্মার্টফোনটিতে MediaTek Helio G36 প্রসেসর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য 10W ফাস্ট চারজিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি হল 8 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি AI লেন্স। সেলফির জন্য ফোনটির সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

  • ডিসপ্লে :  6.52 ইঞ্চি
  • ক্যামেরা : 08MP+ AI Lens এবং 5MP সেলফি ক্যামেরা
  • প্রসেসর : MediaTek Helio G36
  • অপারেটিং সিস্টেম : Android 13
  • স্টোরেজ : 64GB
  • র‍্যাম : 4 GB
  • ব্যাটারি : 5000mAh (10W)
  • সেন্সর : Fingerprint
  • কানেটিভিটি : 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
  • ডাইমেন্সন : 76.75 mm, 164.9 mm, 9.09 mm
  • ওজন : 192 গ্রাম

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ