বিশ্ব বাজারে POCO M6 Pro 4G লঞ্চ হল, দেখে নিন দাম ও ফিচার।
POCO M6 Pro 4G Launched in Global Market
POCO M6 Pro 4G Launched in Global Market- পোকো কোম্পানি ভারতে তাদের X6 Series এর অধীনে POCO X6 5G এবং POCO X6 Pro 5G স্মার্টফোন লঞ্চের সাথে গ্লোবাল মার্কেটে M6 Pro 4G লঞ্চ করেছে। POCO M6 Pro 4G ফোনে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 2.2 স্টোরেজ এর পাশাপাশি 67W টার্বো চার্জ ও 64 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক POCO M6 Pro 4G সম্পর্কে বিস্তারিত তথ্য।
Xiaomi-এর অধীনস্ত ব্র্যান্ড POCO-এর M6 Pro-এর 4G মডেল ভারতে লঞ্চ করার প্রায় কোনও সম্ভাবনা নেই৷ POCO 2023 সালের আগস্টে ভারতে এই ফোনের 5G ভেরিয়েন্ট চালু করেছিল। গত 11 জানুয়ারি, কোম্পানি ভারতে তাদের POCO X6 5G এবং POCO X6 Pro 5G ফোন লঞ্চ করেছে।
POCO M6 Pro 4G ফোনে 8GB RAM ও 256GB স্টোরেজ এবং 12GB RAM ও 512GB স্টোরেজ যুক্ত করা হয়েছে।
ফোনটির 8GB ও 256GB মডেলটি 179 US ডলার অর্থাৎ ভারতীয় মুল্যে প্রায় 14,900 টাকায় লঞ্চ করা হয়েছে। 12GB RAM ও 256GB স্টোরেজ সহ এই ফোনের শীর্ষ মডেলটি USD 229 মূল্যে বিক্রি হবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 19,000 টাকার সমান। এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোন বিক্রির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এই ফোন বিক্রির তথ্য দেওয়া হবে। এই ফোনটি নীল, কালো এবং বেগুনি রঙে আনা হয়েছে।
আরও পড়ুনঃ
Vivo এর T2X 5G ফোনটিকে পাওয়া যাচ্ছে একবারে জলের দরে, দেখুন কোথায় পাবেন
Orient Electric 25 L Storage Water Geyser- Orient এর গিজার কিনুন অর্ধেকের থেকেও কম দামে
POCO M6 Pro 4G এর স্পেসিফিকেশন
POCO ফোনটিতে FHD+ রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, 1300 nits পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস সাপোর্ট। এই ফোনটি Android 13 এবং MIUI 14 এ রান করবে।
ফোনটিতে MediaTek Helio G99 Ultra SoC এবং 6nm প্রসেসর যুক্ত করা হয়েছে। এই প্রসেসরে দুটি 2.2GHz গতির ARM Cortex A76 কোর, ছয়টি 2.0GHz গতির ARM Cortex A55 কোর এবং ARM নেটিভ G57 MC2 GPU রয়েছে। এই ফোনটিতে 8/12GB LPDDR4X RAM এবং 256GB/512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ 1TB পর্যন্ত মেমরি কার্ডের জন্য সমর্থন রয়েছে।
ফটোগ্রাফির জন্য, এতে f/1.79 অ্যাপারচার সহ একটি 64MP প্রাথমিক সেন্সর, PDAF, LED ফ্ল্যাশ সহ OIS, f/2.2 অ্যাপারচার সহ 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপারচার সহ 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের সামনের প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। মাত্র 44 মিনিটে এই ফোনটি 0 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। সিকুরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফেস আনলক, IR ব্লাস্টার, NFC, IP54 রেটিং, 3.5mm অডিও জ্যাক, ডুয়াল স্পিকার, ডুয়াল অ্যাটমোস এবং হাই রেঞ্জের অডিও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
এই শীত কালে Godrej কোম্পানির AC কিনুন আসল দামের থেকে প্রায় অর্ধেক দামে
Crompton 25L Storage Water Geyser- Crompton এর গিজ়ার কিনুন প্রায় অর্ধেক দামে