ফোন অফার- Poco M6 Pro 5G ফোনটিকে ২৬% ডিস্কাউন্টের সাথে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে

Poco M6 Pro ফোনটির মধ্যে রয়েছে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। ফোনটিকে মাত্র ১০৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন।

Poco M6 Pro 5G Smartphone

আপনি যদি ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান তাহলে আপনি Poco M6 Pro 5G ফোনটিকে ক্রয় করতে পারেন। ফোনটিকে এই মুহূর্তে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটির মধ্যে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০০০এমএএইচ এর ব্যাটারি, এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত দামে কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Poco M6 Pro 5G ফোনটিকে আপনি ২৬% ডিস্কাউন্ট এর সাথে মাত্র ১০৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে এর ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম আপনাকে দিতে হবে মাত্র ১২৯৯৯ টাকা। আবার ফোনটির ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে ১১৯৯৯ টাকা। এই অফার ছাড়াও ফোনগুলির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, ইএমআই এর সুবিধা এবং এক্সচেঞ্জ অফার। এই সমস্ত অফার আপনি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন। ফোনগুলি Forest Green, এবং Power Black কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Poco M6 Pro 5G ফোন ফিচার

ডিসপ্লেঃ Poco M6 Pro 5G ফোনটিতে রয়েছে 6.79-ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 1080 পিক্সেল বাই 2460 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট।

ক্যামেরাঃ পোকো M6 Pro ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

প্রসেসরঃ M6 Pro 5G ফোনটিতে Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পারফরমান্সের জন্য পোকো ফোনে Octa Core Qualcomm Snapdragon 4 Gen 2 (4 nm) প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ ও র‍্যামঃ পোকো M6 Pro ফোনটিকে 4GB/6GB RAM এবং 6GB/128GB ইন্টারনাল স্টোরেজ অপশনে পেয়ে যাবেন। ফোনটির স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য পোকো M6 Pro 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচারঃ কানেক্টিভিটির জন্য রয়েছে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়েল সিম, 3.5mm অডিও জ্যাক, Bluetooth, Wi-Fi, GPS, NFC এবং USB Type-C 2.0 পোর্ট। এতে IP53 রেটিং দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Poco M6 Pro 5G ফোনের দাম

ক্রমিক নং স্টোরেজ দাম
৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ১০,৯৯৯ টাকা (২৬% অফ)
৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ১১,৯৯৯ টাকা (২৫% অফ)
৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ১২,৯৯৯ টাকা (২৩% অফ)

 

Exit mobile version