5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhonePocoSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Poco M6 Pro 5G না Redmi 12 5G কোন ফোনটি সেরা দেখেনিন

Poco M6 Pro 5G ফোন কিনবেন না কি Redmi 12 5G ফোন? আপনার বাজেট 12 হাজার টাকা থাকলে কোন ফোনটি কিনবেন একনজরে দেখেনিন

Poco M6 Pro 5G

Poco M6 Pro 5G ফোনটিকে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এদিকে Redmi 12 5G ফোনটিকে 4GB এবং 128GB স্টোরেজ, 6GB এবং 128GB স্টোরেজ এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ ক্রয় করা যাবে।

Redmi কোম্পানি ভারতের বাজারে Redmi 12 5G স্মার্টফোন লঞ্চ করার কয়েকদিন আগেই Poco একটি নতুন ফোন নিয়ে আসে। নতুন Redmi স্মার্টফোনটি Poco M6 Pro 5G-কে টেক্কা দিতে পারে কি না, এখন সেটাই দেখার। ফোন দুটির দাম এক হলেও ফিচারে রয়েছে অনেকটা তফাৎ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এদের মধ্যে কোনটি সেরা।

আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার

পোকো M6 Pro 5G ফোনের 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 10,999 টাকা। এদিকে Redmi 12 5G ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,499 টাকা।

Poco M6 Pro 5G ও Redmi 12 5G ফোন ফিচার

Poco M6 Pro 5G ফোনটিতে রয়েছে 6.79-ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 1080 পিক্সেল বাই 2460 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। এদিকে Redmi 12 5G ফোনে 6.79-ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2460 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট।

পোকো M6 Pro ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এদিকে Redmi 12 5G ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সামনে ঐ একই একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

M6 Pro 5G ফোনটিতে Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আবার Redmi 12 5G ফোনেও ঐ একই অপারেটিং সিস্টেম রয়েছে। পারফরমান্সের জন্য পোকো ফোনে Octa Core Qualcomm Snapdragon 4 Gen 2 (4 nm) প্রসেসর দেওয়া হয়েছে, এদিকে রেডমি ফোনে Octa Core Qualcomm Snapdragon 4 Gen 2 (4 nm) দেওয়া হয়েছে।

পোকো M6 Pro ফোনটিকে 4GB RAM এবং 64GB স্টোরেজ এবং 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ অপশনে পাবেন। এদিকে Redmi 12 5G স্মার্টফোনটিকে 4GB এবং 128GB স্টোরেজ, 6GB এবং 128GB স্টোরেজ এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য পোকো M6 Pro 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এদিকে Redmi 12 5G ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য দুটি ফোনে রয়েছে 3.5mm অডিও জ্যাক, Bluetooth, Wi-Fi, GPS, NFC এবং USB Type-C 2.0 পোর্ট।

আরও পড়ুনঃ Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন ফাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ