Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsPocoTabTabletTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

POCO Pad গ্লোবাল মার্কেটে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি এবং 8GB RAM সহযোগে

POCO Pad কে গ্লোবাল মার্কেটে খুবই কম দামে আনা হয়েছে, এর দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকার মত

Poco Pab Features
Poco Pab Features

Poco Pab Features- Poco কোম্পানি তাদের গ্লোবাল ইভেন্টে দুটি F6 সিরিজের অধীনে Poco F6 এবং Poco F6 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়াও কোম্পানি তাদের প্রথম ট্যাবলেট POCO Pad লঞ্চ করেছে। এই ট্যাবলেটটি আগামী কয়েক দিনের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এতে আপনি পেয়ে যাবেন 12.1 ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেনারেল 2 প্রসেসর, সামনে এবং পিছনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 10,000mAh ব্যাটারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

পোকো প্যাড ট্যাবলেটটিকে বিশ্ব বাজারে ধূসর এবং নীল রঙে আনা হয়েছে। এটিকে আপনি একটি স্টোরেজ ভেরিয়েন্টে ক্রয় করতে পারবেন। 8GB RAM ও 256GB স্টোরেজ সহ এই ট্যাবলেট এর দাম 300 ডোলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 25,000 টাকার মত। লঞ্চ অফার হিসেবে এই মূল্য রাখা হয়েছে। এই ডিভাইসটির আসল দাম 330 ডোলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 27,457 টাকার সমান।

Poco Pad ফিচার

Poco Pad-এ রয়েছে 12.1-ইঞ্চি LCD ডিসপ্লে। যা 2560 পিক্সেল বাই 1600 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন। এছাড়া 600 নিট ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট করবে। পারফরমান্সের জন্য এই ট্যাবে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট এবং অ্যাড্রেনো 710 জিপিইউ দেওয়া হয়েছে। আপনি এই ডিভাইসটির পিছনে এবং সামনের উভয় প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন।

এই ট্যাবলেটটিতে 8GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে। আবার আপনি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এরে স্টোরেজ 1.5 TB পর্যন্ত বাড়াতে পারবেন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 10,000mAh-এর ব্যাটারি। এছাড়া এই ট্যাবলেটটিতে 3.5mm অডিও জ্যাক, Wi-Fi 6 ভার্সন, কোয়াড স্পিকার, ডুয়াল অ্যাটম, এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ