5G5G SmartphoneOfferOffer ZonePhone OfferPocoSmartphoneSmartphone OfferTech News Banglatech news today

POCO X6 Neo Phone Offer- POCO X6 Neo ফোনটিকে খুবই সস্তায় ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে, দেখেনিন কি কি রয়েছে

Flipkart দিচ্ছে POCO X6 Neo ফোনটির উপরে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার।

POCO X6 Neo Phone Offer- যারা ১২ হাজার টাকার মধ্যে 8GB RAM ও 128GB স্টোরেজ সহ ৫জি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য POCO X6 Neo একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 33W ফাস্ট চার্জিং ফিচার এবং 5000mAh-এর ব্যাটারি। বর্তমানে এই ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে মাত্র 11,999 টাকায় কিনতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সস্তা 5G ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন বিস্তারিত তথ্য।

POCO X6 Neo Phone Offer
POCO X6 Neo Phone Offer

এই POCO X6 Neo 5G ফোনটি ভারতে ১৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। এই দাম এই ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। বর্তমানে, এই ফোনটিকে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে 4৪ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ 8GB র‍্যামের এই ফোনটি মাত্র 11,999 টাকায় বিক্রি হচ্ছে। যেকোনো গ্রাহক ১২ হাজার টাকার কম দামে এই ফোনটিকে কিনতে পারবেন।

POCO X6 Neo 5G ফোন ফিচার

POCO X6 Neo 5G ফোনটিতে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে আপনি গরিলা গ্লাস ৫ প্রটেকশন পেয়ে যাবেন। এই ফোনটি MediaTek Dimensity 6080 চিপসেটে কাজ করে, যা 6 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনটি Android 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলটিতে দুটি সর্বশেষ অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 4 বছরের সিকুরিটির আপডেটও পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য POCO X6 Neo ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলিং এর জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটি দুটি স্টোরেজ বিকল্পে বাজারে উপলব্ধ রয়েছে। ফোনটির বেস মডেলটিতে 8GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে এবং টপ মডেলটিতে 12GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে। ফোনটি 8GB RAM মডেলে 8GB পর্যন্ত র‍্যাম বাড়ানো যাবে। এদিকে 12GB র‍্যাম মডেলে 12GB পর্যন্ত র‍্যাম বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

সিকুরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, জল এবং ধুলো সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে, ডুয়াল 5G সাপোর্ট, Wi-Fi, Bluetooth 5.3 ভার্সন এবং অন্যান্য বিকল্প যুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুনঃ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button