লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Nokia 5.4 ফোনের দাম ও ফিচার, রয়েছে পাঞ্চহোল ডিসপ্লে।
Nokia 5.4 Smartphone- মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Nokia 5.4 স্মার্টফোনটি খুব শীঘ্রই হোল-পাঞ্চ ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে পারে। আজই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। Nokia 5.4 ফোনটির ৪জিবি র্যাম ও ১২৮জিবি ভেরিয়েন্টকে অস্ট্রেলিয়ার দুটি রিটেলার সাইটেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নোকিয়াপাওয়ারইউজার ওয়েবসাইট এ ফোনটিকে লিস্ট করা হয়েছে। ফোনটি মিড-রেঞ্জ দামে আসতে চলেছে। নোকিয়াপাওয়ারইউজার লিস্ট অনুযায়ী ফোনটির মধ্যে থাকবে পাঞ্চহোল ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৪০০০এমএএইচ এর ব্যাটারি।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
Nokia 5.4 ফোন ফিচার
নোকিয়া 5.4 ফোনটির থাকবে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে। যার এস্পেক্ট রেসিও ১৯.৫ঃ৯। পাওয়ারের জন্য থাকছে ৪০০০এমএএইচ ব্যাটারি। যা ফাস্ট চারজিং সাপোর্ট করবে। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে।
ক্যামেরার জন্য ফোনটির পিছনে থাকবে ১৩+০২+০৫+০২ মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে থাকছে এস/২.০ অ্যাপারচারযুক্ত ০৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিকে ডুয়েল সিম এবং সিঙ্গেল সিম মডেলে লঞ্চ করা হবে।
আরও পড়ুনঃ নোকিয়া নিয়ে এসেছে সস্তা স্মার্টফোন নোকিয়া ২.৪, দাম মাত্র ১০,৩৯৯ টাকা।
নোকিয়া 5.4 ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আনা হবে। যার একটিতে থাকবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্টে থাকবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। নোকিয়াপাওয়ারইউজার ওয়েবসাইট এর মতে ফোনটির মধ্যে থাকবে Android 11 অপারেটিং সিস্টেম।
Nokia 5.4 ফোনের দাম
নোকিয়া 5.4 ফোনটিকে নীল এবং বেগুনী রঙে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার দুই রিটেলার সাইট অনুযায়ী নোকিয়া 5.4 ফোনের ৪জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৪৯ অস্ট্রেলিয়ান ডোলার (ভারতীয় মুদ্রায় প্রা ১৮,৯৯০ টাকা)।
এদিকে ফোনটির ৪জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭১ অস্ট্রেলিয়ান ডোলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০,২০০ টাকার মত। ফোনটিকে আশা করছি ডিসেম্বর মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে।
আরও পড়ুনঃ বড় ডিসপ্লে নিয়ে বাজারে লঞ্চ হয়েছে Vivo Y1s স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।