APPLE iPhone 15 ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ
APPLE iPhone 15 price reduced
APPLE iPhone 15 price reduced- আপনি যদি অ্যাপেল আইফোন ১৫ কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। কারন এই মুহূর্তে Apple iPhone 15 এর দাম অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে খুবই সস্তায় এই ফোনটিকে কিনতে পারবেন। এই ফোনটির মধ্যে রয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা ডিসপ্লে, 48MP+12MP এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং A16 Bionic Chip, 6 Core প্রসেসর দেওয়া হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ
এই শীত কালে Godrej কোম্পানির AC কিনুন আসল দামের থেকে প্রায় অর্ধেক দামে
Crompton 25L Storage Water Geyser- Crompton এর গিজ়ার কিনুন প্রায় অর্ধেক দামে
iPhone 15 ফোনটির 128GB ভেরিয়েন্টকে আপনি কিনতে পারবেন মাত্র 66,999 টাকা দিয়ে। যার আসল দাম 79,900 টাকা। অর্থাৎ আপনি এই ফোনটির উপরে পেয়ে যাবেন ১৩ হাজার টাকার ছাড়। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক ও ব্যাঙ্ক অফার। আবার ফোনটিকে আপনি EMI এর মাধ্যমেও কিনতে পারবেন। এদিকে ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 76,999 টাকা। আবার 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 96,999 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটি Black, Blue, এবং Green কালারে উপলব্ধ রয়েছে। এই ফোনটিকে কেনার জন্য নিচে দেওয়া বাটানে ক্লিক করুন।
APPLE iPhone 15 ফোন ফিচার
iPhone 15 ফোনে Dynamic Island ডিসপ্লে দেওয়া হয়েছে। iPhone 15 ফোনটিতে 2532 বাই 1170 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ 6.1-ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আইফোন 15 ফোনের ডিসপ্লেকে শক্তিশালী করতে এবং জল এবং ধূলিকণা থেকে রক্ষা করতে একটি সিরামিক শিল্ড স্তর দেওয়া হয়েছে।
Apple A16 Bionic চিপসেট iPhone 15 ফোনে যুক্ত করা হয়েছে। এই চিপসেটটি কোম্পানির পুরানো চিপসেটের থেকে কয়েকগুণ ফাস্ট এবং অত্যন্ত ফাস্ট, মসৃণ এবং ল্যাগ ফ্রী কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম। এই ফোনে উন্নত ফিচারযুক্ত iOS 17 অপারেটিং সিস্টেম রয়েছে।
ফটোগ্রাফির জন্য, iPhone 15 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের পিছনের প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ F/1.6 অ্যাপারচার সহ একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে এবং এটি কোয়াড পিক্সেল প্রযুক্তিতে কাজ করে। এর সাথে, এই সেটআপে F/2.4 অ্যাপারচারের শক্তি সহ একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 12 মেগাপিক্সেলের TrueDepth ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।
Buy Now |
আরও পড়ুনঃ
Vivo এর T2X 5G ফোনটিকে পাওয়া যাচ্ছে একবারে জলের দরে, দেখুন কোথায় পাবেন
Orient Electric 25 L Storage Water Geyser- Orient এর গিজার কিনুন অর্ধেকের থেকেও কম দামে