লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 7a ফোনের দাম, দেখুন এর বিস্তারিত
টেক জায়েন্ট গুগল তাদের পরবর্তী প্রজন্মের Google Pixel a-ব্র্যান্ডিংয়ের ফোন Google Pixel 7a ১০ মে থেকে শুরু হতে Google I/O 2023 ইভেন্টে লঞ্চ করতে পারে জানা গিয়েছে।
টেক জায়েন্ট গুগল তাদের পরবর্তী প্রজন্মের Google Pixel a-ব্র্যান্ডিংয়ের ফোন Google Pixel 7a ১০ মে থেকে শুরু হতে Google I/O 2023 ইভেন্টে লঞ্চ করতে পারে জানা গিয়েছে।
যদিও এই বিষয়ে Google আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে তার আগেই এখন একটি রিপোর্টে ফোনটির বেশ কিছু তথ্য সহ আনুমানিক মূল্য বাজারে ফাঁস হয়েছে।
Google Pixel 7a-এর ফাঁস হওয়া দাম তাদের পূর্বে লঞ্চ হওয়া Google Pixel 6a থেকে সামান্য বেশি হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং Google Pixel 7a ফোন সম্পর্কে ফাঁস হওয়া তথ্য গুলি সম্পর্কে বিস্তারিত।
Google Pixel 7a ফোন ফিচার
আপনাদের জানিয়েদি যে গুগল পিক্সেল 7A ফোনের 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে 749 সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুল্যে প্রায় 46000 টাকার মত)।
তবে সিঙ্গাপুরের রিটেইলারের সাইটে এখনও পর্যন্ত ফোনটির অন্যান্য স্টোরেজ বিকল্প সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত হয়নি। ফোনটি তিনটি কালার অপশনে আসতে পারে, যেগুলি হল চারকোল, ব্লু এবং স্নো, যা এই সাইটে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুনঃ Fire-Boltt King স্মার্টওয়াচ দুর্দান্ত ফিচার বাজারে লঞ্চ হল, দাম মাত্র 2999 টাকা
Google Pixel 7a-এর ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, স্মার্টফোনটির ডিজাইন বাজারে উপলব্ধ Google Pixel 7 এবং Pixel 7 Pro-এর মতোই হবে। ডিভাইসটির রিটেইল বক্সে একটি সিম টুল, ফাস্ট সুইচ অ্যাডাপ্টার এবং ইউএসবি-সি কেবল অন্তর্ভুক্ত রয়েছে। আবার ফোনের কেসটি হোয়াইট, জেড, কার্বন এবং ব্লু কালার অপশনগুলিতেও উপলব্ধ থাকবে।
একটি পূর্ববর্তী প্রতিবেদনে ফোনটির আর্কটিক ব্লু, কার্বন এবং কটন ইত্যাদি কালারগুলি প্রকাশ করা হয়েছিল, যেগুলি নতুন প্রতিবেদনেও উল্লেখ করা রয়েছে।
জানা গিয়েছে যে, এই স্মার্টফোনটি টেনসর G2 চিপসেট দ্বারা চলবে। ফোনটি সম্ভবত 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.1 ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লের সাথে বাজারে লঞ্চ হবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনের রিয়ার প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড সেন্সরও থাকতে পারে। সেলফির জন্য ফোনের সামনে একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
আরও পড়ুনঃ Xiaomi Smart Band 8 দুর্দান্ত ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার