5G5G SmartphoneBangla Tech NewsFlipkartIndialatest tech newsMotoMotorolaOfferOffer ZoneSmartphoneSmartphone OfferTech BanglaTech News Banglatech news todaytrending tech news

Moto G84 5G ফোনটির দাম আবার একবার কমানো হয়েছে, দেখুন কোথায় পাবেন

Moto G84 5G ফোনটিকে ফ্লিপকার্ট সেলে ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে

Moto G84 5G Smartphone

মোটোরোলা কোম্পানি তাদের 5G স্মার্টফোনের পোর্টফোলিও বৃদ্ধি করার জন্য কিছুদিন বাজারে নিয়ে এসেছিল নতুন Moto G84 5G স্মার্টফোন। এই ফোনে ১২জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, pOLED স্ক্রিন এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে বেশ কিছু দুর্দান্ত ফিচার। তাহলে চলুন জেনে নেওয়া যাক Moto G84 5G ফোনের অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবকিছু।

Moto G84 5G ফোনটির সেল শুরু হয়েছে ৮ই সেপ্টেম্বর থেকে। সেল শুরুর সময় এই ফোনের 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল ১৯,৯৯৯ টাকা। তবে এবার ফোনটির দাম আরও ১০০০ টাকা কমানো হয়েছে। অর্থাৎ আপনি এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ১৮,৯৯৯ দিয়ে কিনতে পারবেন। এছাড়াও অফার হিসাবে এই ফোনটিকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করলে এক হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে এক্সচেঞ্জ অফার ও ইএমআই এর সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ

Moto G84 5G ফন ফিচার

  • ডিসপ্লে: এই Moto G84 5G ফোনটিতে রয়েছে 6.55 ইঞ্চির 10 বিট pOLED ডিসপ্লে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিটস্ পীক ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্ট করবে।
  • র‍্যাম ও স্টোরেজ: এতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ আরও বাড়ানো যাবে।
  • প্রসেসর ও অপারেটিং সিস্টেম: এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর বেবহার করা হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করবে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে কোম্পানি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে। আবার সেলফির জন্য আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি বেবহার করা হয়েছে। যা 30W টার্বো পাওয়ার চার্জিং ফিচার সাপোর্ট করবে।
  • অন্যান্য ফিচার: কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট সহ 14 ব্যান্ড 5G সাপোর্ট রয়েছে। এছাড়া এতে রয়েছে Bluetooth, Wi-Fi, GPS, USB টাইপ সি পোর্ট ও 3.5mm অডিও জ্যাক। সিকুরিটির জন্য পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ