PURE EV বাজারে নিয়ে এল নতুন সস্তার দুর্ধর্ষ E-Bike, যা একবার চার্জে চলবে 135 KM রাস্তা

ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি PURE EV ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল (E-Bike) নিয়ে এসেছে। যার নাম PURE EV ecoDryft ।

PURE EV ecoDryft

 

ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি PURE EV ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল (E-Bike) নিয়ে এসেছে। যার নাম PURE EV ecoDryft ।

আরও পড়ুনঃ Oppo A58x 5G স্মার্টফোন লঞ্চ হল MediaTek Dimensity 700 প্রসেসর সহ
 
এই ইলেকট্রিক মোটরসাইকেলটি একবার চার্জে 135 কিলোমিটার পর্যন্ত রাস্তা পাড়ি দিতে সক্ষম। এই ই-বাইকের টেস্ট রাইড শুরু হয়ে গিয়েছে। ই-বাইকটির দাম এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে এর দাম নতুন বছরের জানুয়ারি মাসে জানা যাবে, বিক্রিবাট্টাও শুরু হয়ে যাবে নতুন বছরেই।
 
বাইকটিকে চারটি কালারে পাওয়া যাবে। যেগুলি হল Grey, Black, Red, এবং Blue । বাইকটিকে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই বুকিং করা যাবে।
 
আরও পড়ুনঃ Realme 10 Pro Plus 5G ফোনে রয়েছে 108MP যুক্ত ট্রিপল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
এই ইকোড্রিফ্ট ই-বাইকটি অনেকটাই বেসিক কমিউটার মোটরসাইকেলের মতো দেখতে। এতে থাকছে অ্যাঙ্গুলার হেডল্যাম্প, ফাইভ-স্পোক অ্যালয় হুইল, সিঙ্গেল-পিস সিট ইত্যাদি ফিচার। মোট চারটি কালার ভ্যারিয়েন্টে ই-বাইকটি পাওয়া যাবে: কালো, ধূসর, নীল এবং লাল।
 
PURE EV-র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ এগজ়িকিউটিভ অফিসার রোহিত ভাদেরা জানিয়েছেন, এর আগে আমাদের পারফরম্যান্স মোটরসাইকেল – eTryst 350 লঞ্চ করে অসাধারণ সাড়া পেয়েছি। তারপর আমাদের এই ecoDryft কোম্পানির গ্রোথের ক্ষেত্রে একটি প্রধান মাইলফলক হতে চলেছে। এই ইলেকট্রিক বাইকগুলি লঞ্চের মাধ্যমে এখন ভারতে আমরা একমাত্র EV2W কোম্পানি হিসেবে নিজেদের জায়গা পাকা করে নিতে সক্ষম হয়েছি।

PURE EV ecoDryft ফিচার

কোম্পানির এই ইকোড্রিফ্ট ই-বাইকে একটি 3.0 kWh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি প্যাকটি AIS 156 সার্টিফায়েড। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, বাইকটিকে একবার চার্জে 135 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। তবে এই ই-বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে এর টপ স্পিড সম্পর্কে জানা গিয়েছে। যা সর্বাধিক স্পিড 75 kmph ।
 
আরও পড়ুনঃ Redmi 11 Prime 5G ফোনটিকে খুবই সস্তায় অ্যামাজনে পাওয়া যাচ্ছে, দেখুন দাম ও ফিচার
 
Exit mobile version