JobSarkari JobUncategorized

BLW Apprentices- মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ। কীভাবে করবেন আবেদন জেনেনিন?

ভারতীয় রেলে বিভিন্ন পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে

Railway recruitment- BLW Apprentices

BLW Apprentices (Railway Recruitment)- চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি বেনারস লোকোমটিভ ওয়ার্ক এর পক্ষ থেকে মাধ্যমিক পাশে রেলের বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। এই পদে মোট ৩৭৪টি শূন্যপদ রয়েছে। আবেদন করার শেষ তারিখ ২৫শে নভেম্বর ২০২৩। তবে আবেদন করার আগে বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর বিশদ বিবরন দেখে নেবেন। এই পদে আবেদনের জন্য খুঁটিনাটি তথ্য নিচে দেওয়া হল।

আরও পড়ুনঃ

BLW Apprentices রেলে চাকরির বিবরন

পদের নাম ও সংখ্যা- বেনারস লোকোমটিভ ওয়ার্ক দপ্তরে ITI এবং Non ITI এর অধিনে ফিটার, কারপেন্টার, পেইন্টার, মেসিনেস্ট, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৩৭৪ টি। এর মধ্যে ITI বিভাগে রয়েছে ৩০০টি এবং Non ITI বিভাগে রয়েছে ৭৪টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা- শিক্ষাগত যোগ্যতা হিসেবে ITI পদের জন্য প্রার্থীকে সম্পর্কিত ট্রেডে আইটিআই/ এনসিভিটি শংসাপত্র সহ ন্যূনতম ৫০ শতাংশ নাম্বার সহ মাধ্যমিক পাশ। অন্যান্য পদের জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আবেদনকারিকে অবশ্য ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিতে হবে।

বয়স- এই সব পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২৫শে নভেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী ১৫ বছর থেকে ২২ বছরের মধ্যে থাকতে হবে (Non ITI) এবং ITI পদের জন্য ২৪ বছর হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।

আবেদন ফি- এই পদে আবেদন করার জন্য Gen/ OBC/ EWS শ্রেণীভুক্ত আবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্য সব ক্যাটাগরিভুক্ত প্রার্থীদের কোন ফি দিতে হবে। আবেদন ফি দেওয়া জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বা নেট ব্যাংকিং বেবহার করা জবে

আবেদনের তারিখ- অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৬/১০/২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৫/১১/২০২৩ (২৫শে নভেম্বর)। এই নিয়োগ সম্পর্কে আরও জানতে, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

অফিসিয়াল নোটিফিকেশন

আবেদন করার জন্য এখানে এপ্লাই-এ ক্লিক করুন (Apply)।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button