5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneRealmeSmartphonetech news todaytech worldtrending tech news

Realme 10 5G স্মার্টফোন লঞ্চ হল খুবই কম দামে, রয়েছে দুর্দান্ত ফিচার

স্মার্টফোন ব্র্যান্ড Realme তাদের হোম মার্কেট Realme 10 5G স্মার্টফোন আত্মপ্রকাশ করেছে। তবে কোম্পানি ফোনের নামে "5G" শব্দটি উল্লেখ করেনি।

realme 10 5g

 

Realme 10 ফোনে 90 হার্টজ LCD ডিসপ্লে, 50-মেগাপিক্সেল রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 700 চিপসেট এবং 5,000mAhএর পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Realme 10 5G ফোনটি চীনে দুটি ভেরিয়েন্টে এসেছে, যেগুলি হল 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ। এই দুটি মডেলের দাম যথাক্রমে 1,299 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 14,800 টাকা) এবং 1,599 ইউয়ান (ভারতীয় মুল্যে প্রায় 18,200 টাকার মত)। ফোনটিকে রেজিন ডুজিন (গোল্ড) এবং স্টোন ক্রিস্টাল ব্ল্যাক কালারে ক্রয় করা যাবে।
 

Realme 10 (5G) ফোন ফিচার

  • Realme 10 ফোনে 6.6-ইঞ্চি টিয়ারড্রপ নচ LCD ডিসপ্লে রয়েছে। যাতে 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 20.06:9 অ্যাসপেক্ট রেশিও, 401 ppi পিক্সেল ঘনত্ব, 400 nits ব্রাইটনেস এবং 90.4 শতাংশ স্ক্রিন-টু-স্ক্রিন বডি রেসিও সাপোর্ট করবে। 
  • ডিভাইসটি MediaTek Dimensity 700 প্রসেসর চলবে। এতে পেয়ে যাবেন 8GB LPDDR4X RAM, 6GB ভার্চুয়াল RAM এবং 128GB/ 256GB UFS 2.2 স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।
  • Realme 10 Android 12 ভিত্তিক Realme UI 3.0 কাস্টম স্কিনে চলবে।
  • Realme 10 ফোনের পিছনের ক্যামেরা সেটআপে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি AI লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে পেয়ে যাবেন একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা।
  • Realme 10 ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে। 
  • পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 10 ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে যা USB-C পোর্টের মাধ্যমে 33W দ্রুত চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 5G নেটওয়ার্ক, Wi-Fi 802.11 AC, Bluetooth 5.2 ভার্সন, GPS এবং 3.5mm অডিও জ্যাক। ফোনটির ওজন প্রায় 191 গ্রাম।
 

Related Articles

Back to top button