5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneRealmeSmartphonetech news todaytech worldtrending tech news
Realme 10 Pro 5G স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে 8 ডিসেম্বর লঞ্চ হবে, দেখুন সম্ভাব্য ফিচার
Realme ভারতের বাজারে 8 ডিসেম্বর তাদের নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে। রিয়েলমি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি সম্প্রতি এই সিরিজটি চীনের বাজারে লঞ্চ করেছে।
এই সিরিজে দুটি স্মার্টফোন থাকতে পারে- Realme 10 Pro 5G ও Realme 10 Pro Plus 5G স্মার্টফোন। কোম্পানি গত কয়েক সপ্তাহ ধরে Realme 10 Pro 5G সিরিজের গ্লোবাল এবং ইন্ডিয়া লঞ্চকে টিজ করে চলেছে। গতকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর, Realme India টুইটারে নিশ্চিত করেছে যে এই সিরিজটি 8ই ডিসেম্বর লঞ্চ হবে।
Realme 10 Pro+ 5G হল কোম্পানির প্রথম স্মার্টফোন যা একটি বাঁকা ডিসপ্লে প্রদান করবে। এই সিরিজটি ভারতীয় বাজারে MediaTek Dimensity 1080 প্রসেসর সহ আত্মপ্রকাশ করবে। এই সিরিজের স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। Realme 10 Pro সিরিজের স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং 5000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক Realme 10 pro + 5G ও Realme 10 pro 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার সমূহ।
Realme 10 Pro 5G ফোন ফিচার
Realme 10 Pro 5G ফোনে 6.7-ইঞ্চির ফুল HD+ LCD পাঞ্চ হোল নচ ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 680nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 1080 প্রসেসরের সাথে আসতে পারে।
পাওয়ার ব্যাকআপের Realme 10 Pro 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে, তবে এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকুরিটির জন্য থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্মার্টফোনটি ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসতে চলেছে যার মধ্যে একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung HM6 সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর থাকবে।
Realme 10 Pro Plus 5G ফোন ফিচার
Realme 10 Pro Plus 5G ফোনে ফুল HD + রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 800nits পিক ব্রাইটনেস এবং HDR10 + সার্টিফিকেশন সহ 6.7-ইঞ্চি বাঁকানো OLED পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের ডিসপ্লে প্যানেলে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর থাকবে, যা TSMC-এর 6nm প্রসেসরের উপর ভিত্তি করে তৈরি, যাতে Mali G68 গ্রাফিক্স চিপ থাকবে। এই স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ আসবে বলে অনুমান করা হচ্ছে।
Realme 10 Pro Plus 5G ফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে 108 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung HM6 সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল Sony IMX355 সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।