5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneNewsRealmeSmartphonetechtech news todaytech worldtrending tech news
Realme 10 Pro Plus 5G ফোনে রয়েছে 108MP যুক্ত ট্রিপল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
Realme ভারতের বাজারে নিয়ে এসেছে 5G স্মার্টফোন Realme 10 Pro Plus । এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।
Realme 10 Pro Plus 5G ফোনে রয়েছে 108 মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh এর ব্যাটারি, এবং 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এছাড়া এর মধ্যে পেয়ে যাবেন MediaTek Dimensity 1080 5G প্রসেসর, এবং Android 13 অপারেটিং সিস্টেম। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার।
Realme 10 Pro Plus 5G ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে আনা হয়েছে। যার একটি দাম 24,999 টাকা। এই দাম ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 25,999 টাকা। ফোনটিকে Hyperspace, Dark Matter, এবং Nebula Blue কালারে ক্রয় করা যাবে।
Realme 10 Pro Plus 5G ফোন ফিচার
রিয়েলমি 10 Pro Plus 5G ফোনে 6.7 ইঞ্চির ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 2412 পিক্সেল বাই 1080 পিক্সেল। রিফ্রেশ রেট 60/90/120 হার্টজ, 500nits পিক ব্রাইটনেস এবং 20.1:9 এস্পেক্ট রেসিও। সিকুরিটির জন্য এই ফোনের ডিসপ্লে প্যানেলে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
ফোনটিতে Octa-Core MediaTek Dimensity 1080 5G প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ বাজারে লঞ্চ হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।
রিয়েলমি 10 Pro Plus 5G ফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 108 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung HM6 সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল Sony IMX355 সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি, যা ফাস্ট চারজিং সাপোর্ট করবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। এতে Magnetic Induction Sensor, Light Sensor, Proximity Sensor, Gyrometer, Acceleration Sensor ইত্যাদি দেওয়া হয়েছে। ফোনটির ওজন 172.5 গ্রাম।