Realme 11 5G ফোনটি 108MP ক্যামেরা নিয়ে ২৩শে অগাস্ট লঞ্চ হতে চলেছে, দেখেনিন দাম ও ফিচার
কোম্পানি ফোনটিকে আগামী ২৩শে অগাস্ট লঞ্চ করতে চলেছে। ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট।
রিয়েলমি কোম্পানি গত জুন মাসে Realme 11 Pro 5G এবং Realme 11 Pro 5G মডেল দুটি লঞ্চ করার পর বর্তমানে স্ট্যান্ডার্ড Realme 11 5G বাজারে আনতে চলেছে। ফোনটির জন্য ই-কমার্স সাইট ফ্লিপকার্ট একটি ডেডিকেটেড পেজ বানিয়েছে।
Realme 11 5G ফোনটিকে ফ্লিপকার্ট এর মাধ্যমে আগামী ২৩শে অগাস্ট দুপুর ১২টার সময় লঞ্চ করা হবে। এই ফোনটির মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000mAh এর ব্যাটারি, যা 67W SuperVOOC চারজিং সাপোর্ট করবে। ফোনটিকে কত দামে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Realme 11 5G ফোন ফিচার
ফ্লিপকার্ট-এর ডেডিকেটেড পেজ অনুযায়ী রিয়েলমি ১১ ৫জি ফোনটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট হিসাবে ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটির রিয়ার প্যানেলে ফ্ল্যাগশিপ-লেভেলের 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা এই প্রাইস সেগমেন্টে একটি উল্লেখযোগ্য ফিচার হতে চলেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি। যা 67W সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি যা মাত্র 17 মিনিটের মধ্যে 1 শতাংশ থেকে 50 শতাংশ হয়ে যাবে। আবার মাত্র 47 মিনিটে সম্পূর্ণ 100 শতাংশ চার্জ হবে। কানেক্টিভিটির জন্য এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
এই ক্যামেরাটি 3X ইন-সেন্সর জুমের সাথে উন্নততর স্বচ্ছতা প্রদান করবে, যা অপটিক্যাল জুমের সাথে তুলনীয় শট অফার করতে এইচএম৬ (HM6) সেন্সর প্রযুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও, রিয়েলমি ১১ ৫জি দুর্দান্ত লো লাইট ফটোগ্রাফি অফার করবে, যা এর ৯-ইন -১ বাইনিং প্রযুক্তির জন্য সম্ভব হয়েছে।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার