Site icon Technology News

Realme 11 Pro সিরিজ স্মার্টফোন লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Realme 11 Pro Series Smartphone
Realme 11 Pro Smartphone

 

Realme 11 Pro Series Smartphone- Realme ভারতের বাজারে লঞ্চ করেছে Realme 11 Pro সিরিজ। এই সিরিজের আন্ডারে রয়েছে Realme 11 Pro এবং Realme 11 Pro Plus । এই Series-এর সবচেয়ে বড় Features হল ফোনটির প্রো + মডেলে দেওয়া 200-মেগাপিক্সেলের ক্যামেরা। কোম্পানির দাবি মতে এই সেন্সরের সাহায্যে দারুণ সব ছবি তোলা যাবে।

আরও পড়ুনঃ জেনেনিন কিভাবে বাড়িতে বসে অনলাইনে Ration Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করবেন।

Realme 11 Pro এর বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর দাম 23,999 টাকা। 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। কোম্পানি 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 27,999 টাকা। এটিকে 16ই জুন দুপুর 12 টায় ই-কমার্স সাইট Amazon, Realme এবং কিছু খুচরা স্টোরগুলিতে বিক্রি হবে।

এদিকে Realme 11 Pro Plus ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 27,999 টাকা। আবার এর 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম পড়বে 29,999 টাকা। এটি বিক্রির জন্য 15ই জুন দুপুর 12টা থেকে উপলব্ধ হবে।

Realme 11 Pro Series Smartphone ফিচার

Realme 11 Pro ফোনে রয়েছে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল HD+ স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট করবে। 

ফোনটিতে MediaTek এর Dimensity 7050 প্রসেসর দেওয়া হয়েছে। এটি মিডিয়াটেকের একেবারে নতুন প্রসেসর এবং এটি Lava অগ্নি 2 5G স্মার্টফোনেও বেবহার করা হয়েছে। Realme 11 Pro ফোনটি Android 13 ওএস অপারেটিং সিস্টেমে চলবে। Power ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ Fire-Boltt King স্মার্টওয়াচ দুর্দান্ত ফিচার বাজারে লঞ্চ হল, দাম মাত্র 2999 টাকা

ফোনটিতে রয়েছে Dual রিয়ার Camera সেটআপ। Main ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এছাড়া রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য ফোনটির সামনে একটি 16-মেগাপিক্সেল Selfie ক্যামেরা রয়েছে।

Realme 11 Pro Plus ফোন ফিচার

Realme 11 Pro+ ফোনে রয়েছে একটি 6.70-ইঞ্চি ফুল HD+ প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটি বাঁকা এবং OLED দৃষ্টিভঙ্গির সাথে এসেছে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ। 

Realme 11 Pro + ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের। সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ও 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। সেলফির জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। SD কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।

ফোনটিতে MediaTek Dimesity 7050 Processor বেবহার করা হয়েছে। এতে 12GB পর্যন্ত RAM রয়েছে। Android 13 Operating Systemএ চলবে ফোনটি। এতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে, যা 100W ফাস্ট চার্জিং Support করবে। এতে Wi-Fi, GPS, NFC, USB Type C port রয়েছে। সিকুরিটির জন্য ফোনটিতে একটি In-Display Fingerprint সেন্সরও দেওয়া হয়েছে।

Exit mobile version