5G5G SmartphoneBangla NewsBangla Tech NewsFlipkartlatest tech newslatest technology newsOfferOffer ZoneRealmeSmartphoneSmartphone OfferTech BanglaTech NewsTech News Banglatech news todaytrending tech news

Realme 12x phone offer- Realme 12x 5G Smartphone টিকে খুবই সস্তায় Flipkart থেকে পাওয়া যাচ্ছে

Realme 12x Smartphone এর আসল দামে থেকে ৫ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Realme 12x phone offer
Realme 12x phone offer

Realme 12x phone offer- আপনি যদি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তাও আবার ডিস্কাউন্টের সাথে তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। এই মুহূর্তে Flipkart দিচ্ছে Realme 12x ফোনের উপরে ২৭% ডিস্কাউন্ট অফার। এই ফোনটির আসল দাম 17,999 টাকা কিন্তু আপনি এই মুহূর্তে ফোনটিকে Flipkart থেকে মাত্র 12,999 টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির মধ্যে রয়েছে 5000mAh ব্যাটারি, 5G নেটওয়ার্ক, 45W ফাস্ট চার্জিং, ডায়মেনসিটি 6100+ চিপসেট, এবং 6.72 ইঞ্চির ডিসপ্লে।

এই 5G Smartphone টিকে আপনি কিনতে পারছেন মাত্র 12,999 টাকা দিয়ে। এই দাম ফোনটির 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এদিকে এর 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 14,999 টাকা। আবার 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য দিতে হবে মাত্র 11,999 টাকা। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট flipkart থেকে কিনতে পারবেন। ফোনটি Woodland Green এবং Twilight Purple কালারে কিনতে পারবেন।

Realme 12x 5G ফোন ফিচার

এই ফোনে 1080 পিক্সেল 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ 6.72 ইঞ্চি ফুল HD+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 950 নিট ব্রাইটনেশ সাপোর্ট করবে। Realme 12x ফোনটি Android 14 এবং Realme UI 5.0 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরম্যান্সের জন্য এই ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.2 GHz ক্লক স্পিড সহ MediaTek Dimensity 6100+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ উপলব্ধ রয়েছে। মেমোরি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 2TB পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলসিডি ফ্ল্যাশ লাইট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট 5000 mAh ব্যাটারি। কোম্পানির মতে, এই ব্যাটারিটি মাত্র 30 মিনিটে 0 থেকে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে। এই ফোনটির ওজন 188 গ্রাম। এতে রয়েছে IP54 রেটিং, 3.5mm অডিও জ্যাক, সিকুরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভিসি কুলিং প্রযুক্তি।

আরও পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button