আগামী ১০ই সেপ্টেম্বর প্রথমবার বিক্রি হতে চলেছে Realme 7 স্মার্টফোন।
অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ই সেপ্টেম্বর Realme 7 ফোনের প্রথম ফ্ল্যাশসেল অনুষ্ঠিত হতে চলেছে। Realme 7 ফোনটিকে আপনারা ১০ই সেপ্টেম্বর ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন।
Realme 7 ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বিক্রি করা হবে। ফ্লিপকার্ট এ ফোনটির ৬জিবি র্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এদিকে ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে ১৬,৯৯৯ টাকা।
আরও পড়ুনঃ ১০০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Gionee M30 স্মার্টফোন, দাম ১৫ হাজারের মধ্যে।
Realme 7 স্পেসিফিকেশন
Realme 7 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে একটিতে থাকবে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, আরেকটিতে দেওয়া হবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি নীল এবং সাদা রঙে আসবে। এই ফোনটি কোম্পানির আগে লঞ্চ হওয়া Realme 6 ফোনের আপগ্রেড ভার্সন হবে।
Realme 7 ফোনটির মধ্যে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হল ৬৪মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে ০৮মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ০২মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং করার জন্য এই ফোনের সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে পেয়ে যাবেন এলইডি ফ্ল্যাশ লাইট। পাওয়ারের জন্য ফোনে থাকছে ৫,০০০এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি।
এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চি এইচডি+ পাঞ্চহোল আইপিএস এলসিডি ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ১০৮০পিক্সেল বাই ২৪০০পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 20:9। এই ফোনে থাকবে Android 10 pie অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio G95 গেমিং অক্টাকোর প্রসেসর।
ফোনের সাইডে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যার সাহায্যে ফোনটিকে লক করে রাখা যাবে।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৭ এবং ৭ প্রো স্মার্টফোন।