8,999 টাকা দিয়ে প্রথম ফ্ল্যাশ সেলে বিক্রি হতে চলেছে Realme C12 Smartphone.
Realme C12 Smartphone- কিছু দিন আগেই জানা গিয়েছিল যে রিয়েলমি তাদের Realme C12 ফোনটিকে লঞ্চ করতে চলেছে। এবার এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৪শে অগাস্ট ভারতের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এ। আপনি যদি ১০,০০০ টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য এই ফোনটি বেস্ট হতে পারে।
ফোনটিকে ২৪শে অগাস্ট দুপুর ১২টা ফোনটিকে আপনারা কিনতে পারবেন। ফোনটির দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের কথা বললে, এতে রয়েছে ৬০০০এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরা সেটআপ। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন।
Realme C12 Smartphone ফিচারঃ
Realme C12 Smartphone এ দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি+ মিনি ড্রপ নচ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলেশন 1600পিক্সেল বাই 720পিক্সেল এবং এস্পেক্ট রেশিও 20:9। এর বডি রেশিও 88.7%। এই ফোনে ডুয়েল সিম এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্ক্রীন এ করনিং গরিলা গ্লাস বেবহার করা হয়েছে।
ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও G35 Gaming প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে। এর আগে লঞ্চ হওয়া Redmi C11 ফোনেও এই একই প্রসেসর দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।
এই ডুয়েল সিম সাপোর্ট ফোনটির মধ্যে Android 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে তিনটি AI এবং সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে। পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা 02 মেগাপিক্সেলের মেক্র লেন্স এবং 02 মেগাপিক্সেলের পোট্রেয়ট সেন্সর দেওয়া হয়েছে। আবার সেলফি এবং ভিডিও কলিং এর জন্য সামনে 05 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট।
Realme C12 ফোনে 6000mAh পাওয়ার ব্যাটারি আছে, যেখানে রিভার্স চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি দাবি, ফোনটি ফুল চার্জ করলে একটানা ৪৬ ঘণ্টা কল করা যাবে বা ৬০ টানা গান সুনতে পারবেন বা টানা ২৮ ঘণ্টা YouTube বেবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।
ক্রয় করুনRealme C11 ফোনের দামঃ
ফোনটিকে আপনি ২৪শে অগাস্ট থেকে ভারতের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। Realme C12 Smartphone এর দাম 8,999 টাকা রাখা হয়েছে। এই দাম রাখা হয়েছে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের।