latest tech newslatest technology newsMobile PhoneRealmeSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech world
Realme C30 স্মার্টফোন বাজারে আসতে চলেছে, দাম হবে খুবই কম
এই বছরের শুরুতে স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme ভারতীয় বাজারে তাদের সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট Realme C31 লঞ্চ করেছিল। এই ফোনটিতে 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 5,000mAh এর ব্যাটারি রয়েছে।
Realme C30- এবার কোম্পানি একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে যে দেশে তারা আরও একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করবে, যা বাজারে উপলব্ধ Realme C31 ফোনের থেকে সস্তা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোম্পানির আসন্ন এই নতুন ফোন সম্পর্কে কি কি তথ্য বেরিয়ে এসেছে।
Realme C30 ফোনের দাম রাখা হয়েছে মাত্র 5999 টাকা। এতে 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটিকে ই-কমার্স সাইট থেকে ফ্লিপকার্ট ক্রয় করতে পারবেন। এছাড়া এর 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজের জন্য আপনাকে খরচ করতে হবে 6499 টাকা। ফোনটি Bamboo Green, Denim Black, এবং Lake Blue কালারে উপলব্ধ রয়েছে।
আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার
Realme C30 ফোন ফিচার
এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটিতে 2GB RAM এবং 32GB স্টোরেজ ইন্টারনাল রয়েছে। আরেকটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 3 GB RAM সহ 32 GB ইন্টারনাল স্টোরেজ।
রিয়েলমি C30 ফোনটিকে তিনটি কালার বিকল্পে পাওয়া যাবে যেমন ডেনিম ব্ল্যাক, লেক ব্লু এবং ব্যাম্বু গ্রিন। ডিভাইসটির অন্যান্য বিবরণ এখনও জানা যায়নি। Realme C30 ফোনে 6.5 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5,000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি এবং ফোনটি UNISOC T612 চিপসেটের মাধ্যমে চলবে।
ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির এতে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে