Bangla NewsBangla Tech NewsMobile PhoneRealmeSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldtrending tech news

ভারতের বাজারে আসতে চলেছে Realme C51 স্মার্টফোন, দেখুন দাম

ভারতের বাজারে আসা কনফার্ম হল Realme C51 স্মার্টফনের এর লঞ্চ ডেট, টিজার শেয়ার করেছে কোম্পানি। ফোনটিকে খুবই কম দামে লঞ্চ করা হবে।

Realme C51

কিছু দিন আগেই রিয়েলমি কোম্পানি গ্লোবাল মার্কেটে তাদের কম দামের নতুন স্মার্টফোন Realme C51 লঞ্চ করেছিল। কোম্পানি এবার  এই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে খুব শীঘ্রই ফোনটি আনা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির নতুন টিজার এবং ফিচার সম্পর্কে কিছু তথ্য।

Realme C51 ফোনে দেওয়া হয়েছে 90 হার্টজ  রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত 6.7-ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সহ 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে আইফোনের মতো ডায়নামিক আইসল্যান্ড স্ক্রিন যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে Realme C51 ফোনটির নতুন টিজার পোস্ট করেছে। এতে “চ্যাম্পিয়ন ইজ কামিং” লেখা রয়েছে। পোস্টে দেখা যাচ্ছে এই ফোনে আইফোনে ব্যাবহৃত নচ স্ক্রিন রয়েছে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে Realme C51 ফোনটি লঞ্চ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে তাইওয়ানে এই ফোনটির বেস মডেলের দাম ভারতীয় মুদ্রায় 10,430 টাকা রাখা হয়েছে। তবে ফোনটির দাম ভারতের বাজারে ১৫ হাজার টাকার মধ্যে থাকতে পারে।

Realme C51 ফোন ফিচার (গ্লোবাল মার্কেটে)

  • ডিসপ্লে: এতে 6.7-ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। যার স্ক্রিন রেজলিউশন 1600 পিক্সেল বাইx 720 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90 হার্টজ।
  • র‍্যাম ও স্টোরেজ: 4GB LPDDR4X RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: এতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং একটি ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • অপারেটিং সিস্টেম: ফোনটি Realme UI T Edition এর Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • প্রসেসর: পারফরমান্সের জন্য এতে Mali-G57 GPU এর সাঙ্গে Unisoc T612 অক্টাকোর 12nm প্রসেসর বেবহার করা হয়েছে।
  • কানেক্টিভিটি:  কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল 4G VoLTE নেটওয়ার্ক, Wi-Fi 802.11 ac ভার্সন, Bluetooth 5.0 ভার্সন, GPS ও GLONASS, 3.5mm অডিও জ্যাক এবং চারজিং এর জন্য USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।
  • অন্যান্য ফিচার: সিকুরিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ