১১৯৯৯ টাকায় ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ যুক্ত Realme C53 ফোনটিকে বাজারে পাওয়া যাচ্ছে
12 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত Realme C53 এর নতুন ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেল।
Realme C53 Phone Features- গত জুলাই মাসে Realme কোম্পানি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লো বাজেট স্মার্টফোন হিসাবে Realme C53 ৪জি স্মার্টফোনকে লঞ্চ করেছিল। মাত্র ৯৯৯৯ টাকা প্রাথমিক দামের এই ফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির তৃতীয় ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Realme C53 এর এই নতুন ভেরিয়েন্টের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
রিয়েলমির এই নতুন মডেলের দাম মাত্র ১১,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে Realme C53 ফোনটি Champion Gold এবং Champion Black কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। এছাড়া এর আরও দুটি ভেরিয়েন্টের দাম হল যথাক্রমে ৯৯৯৯ টাকা এবং ১০৯৯৯ টাকা। এতে রয়েছে যথাক্রমে ৪জিবি র্যাম ও ১২৮জিবি এবং ৬জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ।
Realme C53 ফোন ফিচার
এতে রয়েছে 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলে। এতে Octa Core T612 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য এতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। চারজিং এর জন্য এতে টাইপ সি পোর্ট সাপোর্ট করবে।
সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 4G নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth v5.0 ভার্সন, GPS, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং 3.5mm অডিও জ্যাক। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে এবং ফোনটির ওজন 186 গ্রাম।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
- ডিসপ্লে: 6.74 ইঞ্চি
- ক্যামেরা: 108MP+2MP এবং 8MP সেলফি ক্যামেরা
- প্রসেসর: T612 Octa Core
- অপারেটিং সিস্টেম: Android 13
- স্টোরেজ: 64/128 GB
- র্যাম: 4/6 GB
- ব্যাটারি: 5000mAh
- সেন্সর: Fingerprint
- কানেটিভিটি: 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
- ডাইমেন্সন: 76.67 mm, 167.16 mm, 7.99 mm
- ওজন: 186 গ্রাম
আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা
ভেরিয়েন্ট | দাম |
4GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ | ৯৯৯৯ টাকা |
6GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ | ১০৯৯৯ টাকা |
6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ | ১১৯৯৯ টাকা |