Site icon Technology News

Realme C55 ফোনটিকে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট থেকে

Realme-C55

আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার দশ এগারো হাজার টাকার মধ্যে তাহলে আপনি এই Realme C55 ফোনটিকে ক্রয় করতে পারেন। এই ফোনটিকে এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে 10,999 টাকায় বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, Helio G88 প্রসেসর, Android 13 অপারেটিং সিস্টেম, এবং 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Realme C55 ফোনটিকে 4/6/8 GB RAM ও 64/128 GB স্টোরেজ ভেরিয়েন্টে ক্রয় করতে পারবেন। ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 10,999 টাকা। আবার এর 6GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 11,999 টাকা। এদিকে এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম দিতে হবে 13,999 টাকা। ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক ও ব্যাঙ্ক অফার। আবার ফোনটিকে ইএমআই এর মাধ্যমেও ক্রয় করা যাবে। ফোনটি Rainforest, Rainy Night, এবং Sunshower কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে ক্রয় করতে পারবেন।

Realme C55 ফোন ফিচার

এতে রয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। এতে Octa Core Helio G88 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য এতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। চারজিং এর জন্য এতে টাইপ সি পোর্ট সাপোর্ট করবে।

সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 4G নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth v5.2 ভার্সন, GPS, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং 3.5mm অডিও জ্যাক। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে এবং ফোনটির ওজন 189.5 গ্রাম।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Exit mobile version