5G5G Smartphonelatest tech newsMobile PhoneRealmeSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Realme GT 5 Pro ফোন 16GB RAM ও স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ চীনে লঞ্চ হয়েছে

Realme GT 5 Pro

Realme ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5 Pro এর স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ চীনে লঞ্চ করেছে। এই ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ কোম্পানির প্রথম স্মার্টফোন। এটিতে ১৬জিবি র‍্যাম, ১টিবি স্টোরেজ, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, IMX890 পেরিস্কোপ লেন্স সহ বিভিন্ন উন্নত ফিচার রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য।

কোম্পানি এই ফোনের চারটি স্টোরেজ মডেল নিয়ে এসেছে এবং তার মধ্যে একটিতে এলইডি ব্যাক প্যানেল রয়েছে। এই ফোনটি রেড রক (লেদার), ব্রাইট মুন এবং স্টেরি নাইট রঙে বিক্রি হবে।

এই ফোনের 12GB RAM ও 256GB মডেলের দাম 3,399 Yuan অর্থাৎ আমাদের দেশের মুদ্রা অনুযায়ী প্রায় ৩৯,৮০০ টাকা। ফোনটির 16GB RAM + 256GB মডেলের দাম রাখা হয়েছে 3,699 Yuan অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৩০০ টাকার মত। এই ফোনের 16GB RAM ও 256GB মডেল ভেরিয়েন্টের দাম 3,999 Yuan অর্থাৎ প্রায় ৪৬,৮০০ টাকার মত। এদিকে 16GB RAM ও 1TB সহ ফোনটির টপ মডেলের দাম 4,299 ইউয়ান অর্থাৎ ভারতীয় মুল্যে প্রায় ৫০,৩০০ টাকার মত।

আরও পড়ুনঃ

Realme GT 5 Pro এর স্পেসিফিকেশন

Realme GT 5 Pro ফোনে ৬.৭৮-ইঞ্চির 1.5K BOE OLED ডিসপ্লে রয়েছে যার গোলাকার কোণ রয়েছে। এই স্ক্রিনটি ২৭৮০ বাই ১২৬০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পিক ব্রাইটনেস ফিচার সাপোর্ট করে।

এই ফোনটি অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্প্রতি লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট এসেছে। এই প্রসেসরটি 3.3GHz ক্লক স্পিডে কাজ করে। এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম এবং Realme UI 5-এ কাজ করে। এই ফোনের চারটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। ফোনের টপ মডেলটিতে রয়েছে ১৬জিবি LPDDR5x র‍্যাম + ১টিবি UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, এই ফোনের পিছনের প্যানেলে বড় বৃত্তাকার ক্যামেরা মডিউলে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT808 প্রাথমিক সেন্সর + ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 3x অপটিক্যাল জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেলের IMX890 পেরিস্কোপ লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ১০০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার সহ ৫৪০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। সিকুরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। এই ফোনের কানেক্টিভিটির মধ্যে রয়েছে ওয়াইফাই 7 ভার্সন, ব্লুটুথ 5.4 ভার্সন, ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ইউএসবি 3.2 পোর্ট।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button