5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneRealmeSmartphoneTech BanglaTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Realme Narzo 60x 5G স্মার্টফোন বাজারে আনতে চলেছে, ৬ই সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে

৬ই সেপ্টেম্বর ভারতে Realme Narzo 60X 5G স্মার্টফোনটি অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে। সেই দিন দুপুর ১২ টার সময় এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং কোম্পানির ওয়েবসাইট ও রিয়েলমি ইন্ডিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।

Realme Narzo 60x 5G

৪ই সেপ্টেম্বর ভারতে রিয়েলমি কোম্পানি তাদের নতুন স্মার্টফোন হিসাবে Realme C51 লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের X সিরিজে একটি নতুন ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী যে ৬ই সেপ্টেম্বর ভারতের বাজারে Realme Narzo 60x 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির সঙ্গে ভারতের বাজারে realme Buds T300 কেও লঞ্চ করা হবে। আগামী ৬ই সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় এই ফোনের একটি লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্ট কোম্পানির ওয়েবসাইট ও রিয়েলমি ইন্ডিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ টেলিকাস্ট করা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Realme Narzo 60x 5G ফোনের সম্ভাব্য ফিচার

  • ডিসপ্লে: এই ফোনটিতে 6.72 ইঞ্চির পাঞ্চ হোল এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। যার স্ক্রীন রেজুলসন হবে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • প্রসেসর ও অপারেটিং সিস্টেম: এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে। প্রসেসর হিসাবে এই ফোনে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এদিকে সেলফির এতে থাকতে পারে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Related Articles

Back to top button