6000mAh ব্যাটারি নিয়ে আসতে চলেছে Realme Narzo 30A স্মার্টফোন, দাম 8999 টাকা থেকে শুরু।
Realme Narzo 30A- স্মার্টফোন কোম্পানি রিয়েল্মি আনতে চলেছে Narzo সিরিজের আরও একটি ফোন। যার মডেল নাম্বার Realme Narzo 30A.
Narzo 3A ফোনটিকে আগামী ৫ই মার্চ ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে দুপুর ১২ টা সময় বিক্রি করা হবে। ফোনটির মধ্যে রয়েছে 6000mAh ব্যাটারি, ডুয়েল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও প্রসেসর।
ফোনটির দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক ফোনটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও দাম।
Realme Narzo 30A ফোন ফিচার
Realme Narzo 30A ফোনটির মধ্যে রয়েছে 6.51 ইঞ্চির ফুল এইচডি+ ইনসেল ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল এবং 20:9 এস্পেক্ট রেসিও। ফোনটির ওজন 209 গ্রাম।
ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ করা হবে। যার একটি থাকবে 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ, ওপর ভেরিয়েন্টে থাকবে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে।
আরও পড়ুনঃ Motorola কোম্পানি লঞ্চ করল Moto E6i স্মার্টফোন, রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা।
রিয়েল্মি Narzo 30A ফোনটির মধ্যে রয়েছে MediaTek Helio G85 Octa-Core প্রসেসর এবং ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 4G নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth (v5.0 Vaersion), Wi-Fi Hotspot ইত্যাদি।
ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 13+02 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে রয়েছে 08 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ারের জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh এর নন-রিমুভাল ব্যাটারি। যা 18W ফাস্ট চারজিং সাপোর্ট করবে এবং এতে ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
Realme Narzo 30A ফোনের দাম
রিয়েল্মি Narzo 30A ফোনটিকে আগামী ০৫ই মার্চ ফ্লিপকার্ট সাইট থেকে ক্রয় করা যাবে। ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। যার একটির দাম 8,999 টাকা। এর মধ্যে থাকবে 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ।
এদিকে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 9,999 টাকা। ফোনটিকে কালো ও নীল রঙে পাওয়া যাবে।
ফোন সম্পর্কিত কিছু লক্ষণীয় বৈশিষ্ট্যসমূহ এবং তথ্যগুলি নিম্নে বর্ণিত করা হলঃ
- ফোনটি MediaTek Helio G85 প্রসেসর দ্বারা চালিত হয়।
- স্মার্টফোনটি 3 বা 4 GB এর সঙ্গে উপলব্ধ রয়েছে।
- ফোনটি 32 বা 64 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।
- এটি একটি Dual SIM সাপোর্টেড স্মার্টফোন।
- ফোনটির মধ্যে একটি 6000mAh পাওয়ারফুল ব্যাটারি রয়েছে।
- এতে কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত রয়েছেঃ 4G, GPS, Wifi, HotSpot, Bluetooth
- প্রধান ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের। এছাড়া 02 মেগাপিক্সেলের আরেকটি রিয়ার ক্যামেরা রয়েছে।
- এছাড়াও স্মার্টফোনটিতে 08 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
আরও পড়ুনঃ কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে হাজির Poco M3 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
অনলাইন স্টোর | প্রোডাক্টের নাম | দাম |
---|---|---|
Flipkart | Realme Narzo 30A (3GB RAM & 32GB Storage) | ₹ 8,999 |
Flipkart | Realme Narzo 30A (4GB RAM & 64GB Storage) | ₹ 9,999 |