Realme Narzo N53: Realme-এর নতুন 8GB ফোন লঞ্চ, দাম ১০ হাজার টাকার কম
রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা রাখা হয়েছে। ২৫শে অক্টোবর থেকে ফোনটির প্রথম বিক্রি হচ্ছে।
Realme Narzo N53 এর নতুন ভেরিয়েন্ট ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ। এই স্মার্টফোনটি সবচেয়ে পাতলা এবং ৩৩ ওয়াট SuperVooc চার্জিং সহ এসেছে। এতে একটি 50MP AI ক্যামেরা এবং ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। এর দাম ৯৯৯৯ টাকা এবং এর প্রথম সেল ২৫শে অক্টোবর থেকে হবে।
Realme Narzo N53 স্মার্টফোনের নতুন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। নতুন ভেরিয়েন্টটি ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজে এসেছে। এটি সবচেয়ে পাতলা স্মার্টফোন, যা 7.49 মিমি আল্ট্রা স্লিম বডিতে আসে। ফোনটি ৩৩ ওয়াট SuperVOOC চার্জিং সহ আসে। ফোনটিতে একটি 50MP AI ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি।
রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা রাখা হয়েছে। ২৫শে অক্টোবর থেকে ফোনটির প্রথম বিক্রি হচ্ছে। এটি Amazon এবং Realme ওয়েবসাইট থেকে বিক্রি করা হবে। ফোন ক্রয়ে ২০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোন ফেদার গোল্ড এবং ফেদার ব্ল্যাক কালার অপশনে এসেছে।
আরও পড়ুনঃ
Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ১৩০কিমি রেঞ্জ সহ, ২৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন
Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচে ৮৭% ছাড়, দেখুন দাম ও ফিচার
Realme Narzo N53 ফোন ফিচার
এই স্মার্টফোনটিতে ৬.৭৪ ইঞ্চির মিনি ড্রপ FHD+ ডিসপ্লে রয়েছে। যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। ফোনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৪৫০ নিটস, এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। পারফরমান্সের জন্য ফোনে Unisoc T612 চিপসেট সাপোর্ট দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০মাহ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ১২জিবি ডাইনামিক র্যামের সাথে ১২৮জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি DRE প্রযুক্তির সাথে এসেছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি AI ক্যামেরা রয়েছে। ক্যামেরা মোড হিসেবে ফোনটিতে নাইট মোড, পোর্ট্রেট মোড, এইচডিআর, এআই সিন এবং বোকেহ ইফেক্ট দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটি বেশ হালকা। এর ওজন ১৮২ গ্রাম।
আরও পড়ুনঃ
Okaya Motofaast ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ১৩০কিমি রেঞ্জ সহ, ২৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন
Fire-Boltt Ninja Calling Pro Plus স্মার্টওয়াচে ৮৭% ছাড়, দেখুন দাম ও ফিচার