5G5G SmartphoneAirtelBangla NewsBikeBluetooth HeadphoneDizoElectric ScooterFire-BolttGizmoreGoogleGoogle pixelHeadphoneHearmoHuaweiiQOOItellatest tech newslatest technology newsMobile PhonepTronRealmeRecharge PlanRedmiSamsungSamsung GalaxyScooterSmartphoneTech BanglaTech News BanglaTechnology Newstrending tech news

Realme Neo 7 Bad Guys Limited Edition- জেনেনিন কবে লঞ্চ হবে Realme Neo 7-এর ‘Bad Guys’ সংস্করণ, কী কী থাকবে এই ফোনে

Realme Neo 7 Bad Guys Limited Edition বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই

Realme Neo 7 Bad Guys Limited Edition: নতুন এই ভেরিয়েন্টটিকে ‘সোর্ড সোল সিলভার’ কালারে লঞ্চ করা হবে। ফোনের পিছনের অংশে দেওয়া হবে লংকুয়ান তলোয়ার, যা চীনের অন্যতম আইকনিক এবং ঐতিহাসিক অস্ত্র।

Realme Neo 7 Bad Guys Limited Edition
Realme Neo 7 Bad Guys Limited Edition

আপনাদের জানিয়ে রাখি যে Realme সম্প্রতি চীনে Realme Neo 7 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনশন 9300 প্রসেসর এবং 7000mAh ব্যাটারির মতো ফিচার রয়েছে। Realme কোম্পানি এখন এই স্মার্টফোনের একটি বিশেষ সংস্করণ নিয়ে আসতে চলেছে, যার নাম হবে Realme Neo 7 ‘The Bad Guys Limited Edition’ । খবর অনুযায়ী, নতুন ভেরিয়েন্টটিকে ‘সোর্ড সোল সিলভার’ কালারে লঞ্চ হবে। এই ফোনের পিছনের অংশে থাকবে লংকুয়ান তলোয়ার, চীনের অন্যতম আইকনিক এবং ঐতিহাসিক অস্ত্র।

রিপোর্ট অনুযায়ী, সীমিত সংস্করণে কিছু নতুন উপাদান যুক্ত করা হবে। যেমন ব্যবহারকারীরা পাবেন অনন্য আইকন, ডাইনামিক ওয়ালপেপার। এছাড়াও ফোনটিকে চার্জ করার সময় বিভিন্ন অ্যানিমেশন প্রদর্শিত হবে ফোনে। এই ফোনটি শুধুমাত্র Realme Neo 7 এর একটি অনুলিপি হতে পারে।

 

Realme Neo 7 ফোন ফিচার

 

Realme Neo 7 ফোনে একটি 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন হবে 1.5K । ফোনটির রিফ্রেশ রেট 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট 2600 হার্টজ, যা একটি মসৃণ স্ক্রোলিং অভিজ্ঞতা প্রদান করবে। এটির সর্বোচ্চ ব্রাইটনেস 6000 নিট।

এই ফোনে থাকবে Mediatek Dimensity 9300+ চিপসেট যা একটি অক্টাকোর প্রসেসর। এর সাথে, কোম্পানি 16GB পর্যন্ত RAM পেয়ার করবে। ফোনটি মাল্টিটাস্কিং, গেমিং এবং অ্যাপ এর জন্য শক্তিশালী হবে বলে জানা গেছে। এটি Android 15 ভিত্তিক Realme এর UI 6 অপারেটিং সিস্টেমে চলবে।

 

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Neo 7 ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি ফোনটিতে ভালো পরিমাণ ইন্টারনাল স্টোরেজও দিয়েছে। এটি 512GB UFS 4.0 অনবোর্ড স্টোরেজ সহ এসেছে।

 

রিয়েলমি নিয়ো ৭ ফোনে ডুয়াল ক্যামেরা রয়েছে যার একটি 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর। ফোনটিতে ওআইএস এর সাপোর্ট দেওয়া হয়েছে। এটিতে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। ফোনটির সামনে একটি 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুনঃ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button