আজ প্রথম সেল Realme X7 5G স্মার্টফোনের, রয়েছে একাধিক অফার।
Tech News- স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি গতসপ্তাহে ভারতে বাজারে লঞ্চ করেছিল Realme X7 5G । আজ এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হবে।
এই সেল অনুষ্ঠিত হবে ই-কমার্স সাইট Flipkart ও Realme.Com থেকে। আজ দুপুর ১২ টা থেকে এই সেল হবে। লঞ্চ অফার হিসাবে রিয়েলমি X7 5G ফোনটির ওপর 1500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চিr ফুল এইচডি+ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক Dimensity 8000U প্রসেসর, 4310mAh ব্যাটারি, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুনঃ 5000mAh ব্যাটারি নিয়ে বাজারে আসতে পারে Samsung Galaxy A72 স্মার্টফোন।
Realme X7 5G smartphone ফিচার
Realme X7 স্মার্টফোনটির মধ্যে 6.43 ইঞ্চির ফুল এইচডি + Super AMOLED ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল।
এছাড়া ফোনটির মধ্যে রয়েছে MediaTek Dimensity 8000U অক্টা-কোর প্রসেসর এবং Android 10 অপারেটিং সিস্টেম।
ফোনটিতে 50W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4310mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে। এছাড়া আরেকটি ভেরিয়েন্টে রয়েছে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ।
মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির স্ক্রীনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
Realme X7 ফোনটির মধ্যে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। এতে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth v5.1 ভার্সন।
কোম্পানি ফোনটিকে ট্রিপল রিয়ার (48+08+02) ক্যামেরা সেটআপ এর সাথে নিয়ে এসেছে। যার প্রাইমারি ক্যামেরাটি হল 48 মেগাপিক্সেলের।
এছাড়া রয়েছে 08 মেগাপিক্সেলের উল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও 02 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ভিডিও কলিং ও সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
Realme X7 5G ফোনের দাম
Realme X7 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ রয়েছে। এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা। এর অপর ভেরিয়েন্টের দাম 21,999 টাকা। যার মধ্যে রয়েছে 8GB RAM ও 128GB স্টোরেজ। ফোনটিকে নেবুলা ও স্পেস সিলভার রঙে কেনা যাবে।
ডিসপ্লে | 6.41 ইঞ্চির Full HD+ Super AMOLED |
ক্যামেরা | 48+08+02 এমপি রিয়্যার এবং 16 এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 4310mAh |
র্যাম | 06 or 08 GB |
ইন্টারনাল স্টোরেজ | 128 GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | MediaTek Dimensity 8000U অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | অন-স্ক্রীন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 5G, 4G, 3G, 2G |
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।