IACS Recruitment- কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ, বেতন ১৮,০০০ হাজার টাকা থেকে শুরু
রাজ্যে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, অফলাইনে আবেদন করতে হবে
IACS Recruitment- ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (IASC) পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Registrar, Assistant সহ বিভিন্ন পদে মাধ্যমিক পাশে কর্মচারী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হল। তবে আবেদন করার পূর্বে এই বিভাগের অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবেন।
IACS Recruitment
- পদের নাম– Assistant Librarian
- মোট শূন্যপদ– ১ টি।
- বয়স– আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন– এই পদের জন্য মাসিক ৫৬,১০০ টাকা বেতন দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে কম্পিউটারাইজড লাইব্রেরিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ
Forest Guard- বন দপ্তরে ২৭১২ পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করা যাবে
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় Junior Executive পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
- পদের নাম- Upper Division Clerk
- মোট শূন্যপদ- ৪টি।
- বয়স সীমা- আবেদনকারীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন- এই পদের ২৯,২০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, কলা বা বাণিজ্য স্ট্রিমের যেকোনো একটি বিষয়ে স্নাতক সম্পন্ন করা চাকরিপ্রার্থীরা এই শূন্য চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় বিভিন্ন ধরনের কাজে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার অপারেশনের সঠিক ধারণা থাকতে হবে।
- পদের নাম- Registrar
- শূন্যপদ- মোট ১ টি শূন্যপদ রয়েছে।
- বয়স সীমা- আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন– এই পোস্টের জন্য ৪৪,৯০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি বিষয়ে স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম- MTS
- শূন্যপদ- এই পদে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।
- বয়স- আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক বেতন– এই পদের ১৮০০০ টাকা দেওয়া হবে।
- শিক্ষাগত যোগ্যতা- যে কোনও স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক পাস সহ ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে সম্পর্কিত যে কোনও ট্রেডে ন্যূনতম ২ বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
আবেদন ফি- এসসি/এসটি/ মহিলা আবেদনকারীদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য আবেদনকারীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি- আগ্রহী আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাপত্র, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি দিতে হবে এবং একটি সিল করা খামে ভরে মনোনীত বিভাগের অফিসে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা- The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032
অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশন
আবেদনের তারিখ- এই সবপদে আবেদন করার শেষ তারিখ ২৪শে নভেম্বর ২০২৩।
আরও পড়ুনঃ
Forest Guard- বন দপ্তরে ২৭১২ পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করা যাবে
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় Junior Executive পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন