Govt Job- কেন্দ্রীয় স্বাস্থ্য (Ministry of Health and Family Welfare) বিভাগ দ্বারা সম্পূর্ণ স্থায়ী পদে ন্যূনতম যোগ্যতা সহ কর্মচারী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি হতে চলেছে। আপনি ভারতের যে কোনো প্রান্ত থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। মোট 487টি পদে নিয়োগ করা হবে। এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হল।
Govt Job
মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার জন্য যে শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে তার তথ্য নীচে দেওয়া হল। এই সব পদে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তবে এই পদে আবেদন করার আগে একবার এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ফিল্ড ওয়ার্কার, ইন্সট্রাক্টর, এক্স-রে টেকনিশিয়ান, প্রেসিং ম্যান (Laboratory Attendant, Field Worker, Instructor, X-Ray Technician, Pressing Man) (Govt Job) যারা মাধ্যমিক পাস করেছেন তারাই এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আরও জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। আবার টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, লাইব্রেরি ক্লার্ক (Technician, Laboratory Technician, Library Clerk) ইত্যাদি শূন্য পদের জন্য উচ্চ মাধ্যমিক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ- Research Assistant, Insect Collector, Health Inspector, Physiotherapist. গ্রুপ ডি ও গ্রুপ সি সব মিলিয়ে মোট ৪৮৭টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা– এখানে বিভিন্ন শূন্য পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। কিন্তু যদি আপনার বয়স ৩০ বছরের বেশি না হয় তবে আপনি আবেদন করতে পারেন। OBC এবং SC/ST-এর জন্য বয়সে যথাক্রমে ৩ বছর এবং ৫ বছর ছাড় দেওয়া হয়।
আবেদন ফি- এখানে আবেদনের ফি রাখা হয়েছে ৬০০ টাকা কিন্তু যারা মহিলা প্রার্থী এবং SC/ST প্রার্থী তাদের কোনো আবেদন ফি দিতে হবে না। আপনি অনলাইনে ফি জমা করতে পারেন। এর জন্য আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বেবহার করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ– এই সব পদে আবেদন করার শেষ তারিখ ৩০শে নভেম্বর ২০২৩ (৩০/১১/২০২৩)।
আরও পড়ুনঃ
-
Forest Guard- বন দপ্তরে ২৭১২ পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করা যাবে
-
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় Junior Executive পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
অফিসিয়াল নোটিফিকেশন- ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন।
অনলাইন আবেদন- ক্লিক করুন।