Bangla NewsBangla Tech NewsOfferOffer ZoneRedmiSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldtrending tech news

Redmi 12C ফোনটির উপরে অ্যামাজন দিচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট অফার

Amazon Prime Day শুরু হয়েছে। অ্যামাজনের এই সেলে রেডমির Redmi 12C বাজেট স্মার্টফোনটি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। অ্যামাজন এই ফোনটির উপরে 39% ডিসকাউন্ট দিচ্ছে। আবার 700 টাকা কুপন ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।

Redmi 12C Smartphone

এদিকে Redmi 12C ফোনটিকে আপনি এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। এই ফোনে রয়েছে 6.71 ইঞ্চির ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, এবং 50MP এর ডুয়েল ক্যামেরা সেটআপ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনে কি অফার পাওয়া যাচ্ছে এবং কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Redmi 12C এর 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 13999 টাকা। কিন্তু ফোনটিকে সেলে 5500 টাকা ছাড়ের পর 8499 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও অ্যামাজন 700 টাকা কুপন ডিসকাউন্টও দিচ্ছে, ফলে ফোনটি দাম আপনাকে দিতে হবে মাত্র 7799 টাকায।

এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 8050 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ফোনটিকে নো-কোস্ট ইএমআইতেও কেনা যাবে। এরজন্য আপনাকে প্রতি মাসে 406 টাকা দিতে হবে। ফোনটিকে আপনারা ই-কমার্স সাইট অ্যামাজন (AMAZON) থেকে কিনতে পারবেন। ফোনটি মিন্ট গ্রিন, ম্যাট ব্ল্যাক, ল্যাভেন্ডার পার্পল এবং রয়্যাল ব্লু এই চারটি কালারে উপলব্ধ রয়েছে।

Redmi 12C ফোন ফিচার

এই ফোনে রয়েছে 6.71 এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1650 পিক্সেল বাই 720 পিক্সেল। এতে ৫০ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। পারফমেন্সের জন্য এতে বেবহার করা হয়েছে MediaTek Helio G85 প্রসেসর।

ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপেরে জন্য আপনি এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি, যা 10W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

  • ডিসপ্লে :  6.71 ইঞ্চি
  • ক্যামেরা : 50MP+ 02MP এবং 5MP সেলফি ক্যামেরা
  • প্রসেসর : MediaTek Helio G85
  • অপারেটিং সিস্টেম : Android 12
  • স্টোরেজ : 128GB/64GB
  • র‍্যাম : 4/6 GB
  • ব্যাটারি : 5000mAh (10W)
  • সেন্সর : Fingerprint
  • অন্যান্য সেন্সর : Ambient Light, G-Sensor, Proximity, Gyroscope, E-Compass
  • কানেটিভিটি : 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
  • ডাইমেন্সন : 16.9 cm, 7.6 cm, 0.9 cm
  • ওজন : 192 গ্রাম

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button