Xiaomi সাব-ব্র্যান্ড রেডমি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টিজ করেছিল যে কোম্পানি খুব শীঘ্রই একটি সস্তা 5G ফোন হিসাবে Redmi 14C 5G লঞ্চ করবে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনটিকে আগামি বছরের 6 জানুয়ারি লঞ্চ করা হবে। ফোনটির প্রোডাক্ট পেজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হয়েছে। এই পেজে ফোনের ছবি ও ফিচার দেখানো হয়েছে। Redmi 14C 5G ফোনটি ৬ই জানুয়ারী ২০২৫-এ লঞ্চ হবে। এদিন ফোনটি বিশ্ববাজারেও লঞ্চ হবে। তার মানে Redmi 14C 5G ফোন একই দিনে ভারত সহ পুরো বিশ্বে আসতে চলেছে। এই ফোনে 5G + 5G সিম সমর্থনের পাশাপাশি 2.5Gbps পর্যন্ত ইন্টারনেট স্পীড দেওয়া হবে।
সম্প্রতি, TENAA সার্টিফিকেশন সাইটে, Redmi 14C 5G ফোনটিকে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাথে দেখা গিয়েছে। এই চিপসেটটি মূলত 15,000 টাকা পর্যন্ত বাজেট ফোনগুলির জন্য লঞ্চ করা হয়েছিল। একই প্রসেসর POCO M6 Plus এবং Redmi 13 5G ফোনে যুক্ত করা হয়েছে। রেডমি ১৪সি ৫জি ফোনের 4GB RAM মডেল লঞ্চ হলে এর দাম প্রায় কোম্পানির পক্ষ থেকে 12 হাজার টাকা রাখা হতে পারে।
Redmi 14C 5G ফোনের ফিচার কি হবে
Redmi 14C 5G ফোনে 720 পিক্সেল বাই 1640 পিক্সেল রেজোলিউশন সমর্থিত 6.88-ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে। LCD প্যানেলের তৈরি এই স্ক্রিনটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ তালিকা অনুযায়ী, রেডমি ১৪সি ৫জি ফোনটি 2.36GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর দিয়ে সজ্জিত থাকবে। এখন পর্যন্ত, ফোনটির চিপসেটের নাম সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে শোনা যাচ্ছে যে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর থাকবে।
এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া থাকবে। এতে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 0.8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকবে। এদিকে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। সিকুরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IR ব্লাস্টার দেওয়া হবে।
TENAA সাইটে এই ফোনের ব্যাটারির পাওয়ার 5,060mAh বলা হয়েছে। তাই, আশা করা হচ্ছে যে 4G মডেলের মতো এই ফোনেও 5,160mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এর সাথে ফোনটিতে থাকতে পারে 18W ফাস্ট চার্জিং ফিচার। রেডমি ১৪সি ৫জি ফোনটি সার্টিফিকেশন সাইটে মোট চারটি RAM ভেরিয়েন্টে দেখা গেছে। এই ফোনটি 4GB, 6GB, 8GB এবং 12GB RAM মডেলে বাজারে লঞ্চ করা হবে এবং ফোনটিতে 64GB, 128GB, 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। কিন্তু ফোনটি বিভিন্ন মার্কেটে বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।
আরও পড়ুনঃ